Tomar Eai Chokhe Lyrics | Pratarok |

 

Tomar Eai Chokhe Pratarok Lyrics

Song: Tomar Eai Chokhe

Movie: Pratarok (2002)

Singer : Babul Supriyo and Sadhana Sargam

Music: ASHIM CHATTERJEE

Lyrics: Goutam Susmit


Tomar Eai Chokhe Lyrics


তোমার এই চোখেতে  
আমাকেই রেখেছে 
সাথী করেছি 
তাইতো তোমায় 
তাইতো তোমায় 

চোখের পাতা যদি বন্ধ করি 
চোখের পাতা যদি বন্ধ করি 
মনেরই নাগাল পাবে 
কোন অছিলায় 

তোমার এই চোখেতে  
আমাকেই রেখেছে 
সাথী করেছি 
তাইতো তোমায় 
তাইতো তোমায় 

উরু উরু মন আমার 
তোমাকেই চাইছে 
গুনগুন সুরেতে 
শোনো গান গাইছে 

উরু উরু মন আমার 
তোমাকেই চাইছে 
গুনগুন সুরেতে 
শোনো গান গাইছে 

হাত দিয়ে যদি তার বন্ধ রাখি 
হাত দিয়ে যদি তার বন্ধ রাখি 
কি করে ভরাবে মন 
সুরের ছোয়ায়

তোমার এই চোখেতে  
আমাকেই রেখেছে 
সাথী করেছি 
তাইতো তোমায় 
তাইতো তোমায় 

ওতো শত বুঝি না 
যত সব বাহানা 
দুটি হাত বাড়ালাম 
ফিরিয়ে দিয়ো না 

ওতো শত বুঝি না 
যত সব বাহানা 
দুটি হাত বাড়ালাম 
ফিরিয়ে দিয়ো না 

খেয়ালেতে ভরা এই দুস্টুমি তাই 
খেয়ালেতে ভরা এই দুস্টুমি তাই 
বোঝোনা কেন মন তোমাকেই চায় 

তোমার এই চোখেতে  
আমাকেই রেখেছে 
সাথী করেছি 
তাইতো তোমায় 
তাইতো তোমায় 

চোখের পাতা যদি বন্ধ করি 
মনেরই নাগাল পাবে 
কোন অছিলায় 

তোমার এই চোখেতে  
আমাকেই রেখেছে 
সাথী করেছি

তাইতো তোমায় 
তাইতো তোমায় 
তাইতো তোমায় 
তাইতো তোমায় 

Post a Comment

0 Comments