Song: Tomar Eai Chokhe
Movie: Pratarok (2002)
Singer : Babul Supriyo and Sadhana Sargam
Music: ASHIM CHATTERJEE
Lyrics: Goutam Susmit
Tomar Eai Chokhe Lyrics
তোমার এই চোখেতে আমাকেই রেখেছে সাথী করেছি তাইতো তোমায় তাইতো তোমায়
চোখের পাতা যদি বন্ধ করি চোখের পাতা যদি বন্ধ করি মনেরই নাগাল পাবে কোন অছিলায়
তোমার এই চোখেতে আমাকেই রেখেছে সাথী করেছি তাইতো তোমায় তাইতো তোমায়
উরু উরু মন আমার তোমাকেই চাইছে গুনগুন সুরেতে শোনো গান গাইছে
উরু উরু মন আমার তোমাকেই চাইছে গুনগুন সুরেতে শোনো গান গাইছে
হাত দিয়ে যদি তার বন্ধ রাখি হাত দিয়ে যদি তার বন্ধ রাখি কি করে ভরাবে মন সুরের ছোয়ায়
তোমার এই চোখেতে আমাকেই রেখেছে সাথী করেছি তাইতো তোমায় তাইতো তোমায়
ওতো শত বুঝি না যত সব বাহানা দুটি হাত বাড়ালাম ফিরিয়ে দিয়ো না
ওতো শত বুঝি না যত সব বাহানা দুটি হাত বাড়ালাম ফিরিয়ে দিয়ো না
খেয়ালেতে ভরা এই দুস্টুমি তাই খেয়ালেতে ভরা এই দুস্টুমি তাই বোঝোনা কেন মন তোমাকেই চায়
তোমার এই চোখেতে আমাকেই রেখেছে সাথী করেছি তাইতো তোমায় তাইতো তোমায়
চোখের পাতা যদি বন্ধ করি মনেরই নাগাল পাবে কোন অছিলায়
তোমার এই চোখেতে আমাকেই রেখেছে সাথী করেছি
তাইতো তোমায় তাইতো তোমায় তাইতো তোমায় তাইতো তোমায়
তোমার এই চোখেতে
আমাকেই রেখেছে
সাথী করেছি
তাইতো তোমায়
তাইতো তোমায়
চোখের পাতা যদি বন্ধ করি
চোখের পাতা যদি বন্ধ করি
মনেরই নাগাল পাবে
কোন অছিলায়
তোমার এই চোখেতে
আমাকেই রেখেছে
সাথী করেছি
তাইতো তোমায়
তাইতো তোমায়
উরু উরু মন আমার
তোমাকেই চাইছে
গুনগুন সুরেতে
শোনো গান গাইছে
উরু উরু মন আমার
তোমাকেই চাইছে
গুনগুন সুরেতে
শোনো গান গাইছে
হাত দিয়ে যদি তার বন্ধ রাখি
হাত দিয়ে যদি তার বন্ধ রাখি
কি করে ভরাবে মন
সুরের ছোয়ায়
তোমার এই চোখেতে
আমাকেই রেখেছে
সাথী করেছি
তাইতো তোমায়
তাইতো তোমায়
ওতো শত বুঝি না
যত সব বাহানা
দুটি হাত বাড়ালাম
ফিরিয়ে দিয়ো না
ওতো শত বুঝি না
যত সব বাহানা
দুটি হাত বাড়ালাম
ফিরিয়ে দিয়ো না
খেয়ালেতে ভরা এই দুস্টুমি তাই
খেয়ালেতে ভরা এই দুস্টুমি তাই
বোঝোনা কেন মন তোমাকেই চায়
তোমার এই চোখেতে
আমাকেই রেখেছে
সাথী করেছি
তাইতো তোমায়
তাইতো তোমায়
চোখের পাতা যদি বন্ধ করি
মনেরই নাগাল পাবে
কোন অছিলায়
তোমার এই চোখেতে
আমাকেই রেখেছে
সাথী করেছি
তাইতো তোমায়
তাইতো তোমায়
তাইতো তোমায়
তাইতো তোমায়
0 Comments