Ferari Mon Lyrics
পোড়া জীবন ছোটে কোন দিক কোন পথে বন্ধুরে
ফেরারি মন কেন বন্দি যা উড়ে যা উড়ে
পোড়া জীবন ছোটে কোন দিক কোন পথে বন্ধুরে
ফেরারি মন কেন বন্দি যা উড়ে যা উড়ে
পোড়া জীবন ছোটে কোন দিক কোন পথে বন্ধুরে
চল ধুলো পায়ে চল ভেজা গায়ে বল কোন উপায়ে
গোছাবি গোছাবি নিজেকেই
চল খুঁজে নিতে চল বুঝে নিতে
চল ছীনে নিতে নিজেকেই
ফেরারি মন কেন বন্দি যা উড়ে যা উড়ে
পোড়া জীবন ছোটে কোন দিক কোন পথে বন্ধুরে
রাতে নিঝুম কেড়ে নে ঘুম ভাবিস না আর
আকাশ কুসুম
ব্যাস্ত সময় দেখ বয়ে যায়
রাখিস না ভয় চোখের পাতায়
চল ধুলো পায়ে চল ভেজা গায়ে বল কোন উপায়ে
গোছাবি গোছাবি নিজেকেই
চল খুঁজে নিতে চল বুঝে নিতে
চল ছীনে নিতে নিজেকেই
ফেরারি মন কেন বন্দি যা উড়ে যা উড়ে
পোড়া জীবন ছোটে কোন দিক কোন পথে বন্ধুরে
রাত শেষে ভোর গুনছে প্রহর
ও মন ফকির কাজ বাকি তোর
আয় সবুজে ভুল না বুঝে
মন খুলে দে এ সব বুঝে
চল ধুলো পায়ে চল ভেজা গায়ে বল কোন উপায়ে
গোছাবি গোছাবি নিজেকেই
চল খুঁজে নিতে চল বুঝে নিতে
চল ছীনে নিতে নিজেকেই
ফেরারি মন কেন বন্দি যা উড়ে যা উড়ে
পোড়া জীবন ছোটে কোন দিক কোন পথে বন্ধুরে
0 Comments