System - Ferari Mon Lyrics

System - Ferari Mon Lyrics

 
Song: Ferari Mon
Movie: System (2011)
Singer: Jeet Ganguly
Music: Jeet Ganguly 


Ferari Mon Lyrics 



ফেরারি মন কেন বন্দি যা উড়ে যা উড়ে 

পোড়া জীবন ছোটে কোন দিক কোন পথে বন্ধুরে 


ফেরারি মন কেন বন্দি যা উড়ে যা উড়ে 

পোড়া জীবন ছোটে কোন দিক কোন পথে বন্ধুরে 


ফেরারি মন কেন বন্দি যা উড়ে যা উড়ে 

পোড়া জীবন ছোটে কোন দিক কোন পথে বন্ধুরে 


চল ধুলো পায়ে চল ভেজা গায়ে বল কোন উপায়ে 

গোছাবি গোছাবি নিজেকেই 

চল খুঁজে নিতে চল বুঝে নিতে 

চল ছীনে নিতে নিজেকেই 


ফেরারি মন কেন বন্দি যা উড়ে যা উড়ে 

পোড়া জীবন ছোটে কোন দিক কোন পথে বন্ধুরে 


রাতে নিঝুম কেড়ে নে ঘুম ভাবিস না আর 

আকাশ কুসুম 

ব্যাস্ত সময় দেখ বয়ে যায় 

রাখিস না ভয় চোখের পাতায় 


চল ধুলো পায়ে চল ভেজা গায়ে বল কোন উপায়ে 

গোছাবি গোছাবি নিজেকেই 

চল খুঁজে নিতে চল বুঝে নিতে 

চল ছীনে নিতে নিজেকেই 


ফেরারি মন কেন বন্দি যা উড়ে যা উড়ে 

পোড়া জীবন ছোটে কোন দিক কোন পথে বন্ধুরে 


রাত শেষে ভোর গুনছে প্রহর 

ও মন ফকির কাজ বাকি তোর 

আয় সবুজে ভুল না বুঝে 

মন খুলে দে এ সব বুঝে 


চল ধুলো পায়ে চল ভেজা গায়ে বল কোন উপায়ে 

গোছাবি গোছাবি নিজেকেই 

চল খুঁজে নিতে চল বুঝে নিতে 

চল ছীনে নিতে নিজেকেই 


ফেরারি মন কেন বন্দি যা উড়ে যা উড়ে 

পোড়া জীবন ছোটে কোন দিক কোন পথে বন্ধুরে 



Post a Comment

0 Comments