Paglire Tor Gerakole Lyrics | Nater Guru | Jeet | Koel Mallick |

 

Paglire Tor Gerakole Nater Guru Lyrics

Song: Paglire Tor Gerakole

Movie : Nater Guru (2003)

Singer :  S.P.Balasubramanium

Music :  S. P. Venkatesh


Paglire Tor Gerakole Lyrics



পাগলী রে তোর গেড়াকলে গুরু ফেঁসেছে 
পাগলী রে তোর গেড়াকলে গুরু ফেঁসেছে 
হ্যাঁ গুরুর ভালোই চাকরি জুটেছে 
হ্যাঁ গুরুর ভালোই চাকরি জুটেছে 
আরে হো হো... আরে হে হে...
আরে হো হো হো আরে হে হে হে 
আরে গৌরী সেনের টাকায় ভালোই ব্রেকটা জমেছে 

পাগলী রে তোর গেড়াকলে গুরু ফেঁসেছে 
পাগলী রে তোর গেড়াকলে গুরু ফেঁসেছে 
হ্যাঁ গুরুর ভালোই চাকরি জুটেছে 
হ্যাঁ গুরুর ভালোই চাকরি জুটেছে 
 
বড়োলোকের বিটিরা এখন গুরু ছাড়া চলে না 
বুঝলি তো 
হাতে হাড়ি ভাঙার ভয়ে গুরু কে সে ছারে না 
পাগলী এখন লক্ষী প্রতিমা 
টাকা দেবে না রাগলে টাকা দেবে না 
টাকা দেবে না রাগলে টাকা দেবে না 
সামনে গুরু এমন সুযোগ পায়ে ফেলো না 

হুম পাগলী রে তোর গেড়াকলে গুরু ফেঁসেছে 
পাগলী রে তোর গেড়াকলে গুরু ফেঁসেছে 
হ্যাঁ গুরুর ভালোই চাকরি জুটেছে 
হ্যাঁ গুরুর ভালোই চাকরি জুটেছে আঁ

মাঝে মাঝে এমন হলে বড়োই ভালো হয় রে 
কি রে তাইতো 
এখন বুঝি কপালেরে কপাল কেন কয় রে 
পরে পাওয়া চোদ্দো আনা 
গুরু দিওয়ানা পাগলির গুরু দিওয়ানা
গুরু দিওয়ানা পাগলির গুরু দিওয়ানা
দেখো গুরু পাতলি হলেও দেখতে মন্দ না 

হ্যাঁ পাগলী রে তোর গেড়াকলে গুরু ফেঁসেছে
পাগলী রে তোর গেড়াকলে গুরু ফেঁসেছে 
হ্যাঁ গুরুর ভালোই চাকরি জুটেছে 
হ্যাঁ গুরুর ভালোই চাকরি জুটেছে 
আরে হো হো... আরে হে হে...
আরে হো হো হো আরে হে হে হে 
আরে গৌরী সেনের টাকায় ভালোই ব্রেকটা জমেছে 



Post a Comment

0 Comments