Song: Oi Kalo Kalo Chokhe
Movie: Aakrosh (2004)
Music: Prasanta Nanda
Oi Kalo Kalo Chokhe Lyrics
ওই কালো কালো চোখে মন ফেঁসে গেলো
ওই লাল ঠোঁটে ভালোবাসা ফেঁসে গেলো
ওই কালো কালো চোখে মন ফেঁসে গেলো
ওই লাল ঠোঁটে ভালোবাসা ফেঁসে গেলো
আর কত সামলাবো নিজেকে নিজের হায়
বাপ রে বাপ
আরে তরে তরে ত কাজ এ হয়ে গেলো
আরে তরে তরে ত কাজ এ হয়ে গেলো
ঝিকমিক তারা করছে ইশারা
মায়াবিনী রাত ঘুম ঘুম
নিঝুম প্রহরে শুধু বাড়ে বাড়ে
পাই আওয়াজের রুম ঝুম
ওই পায়েলে ঘায়েল হলো মন যে
কি আগুন জ্বেলে দিলো মন যে
সে আগুনে তুমি জ্বলো আমি জ্বলি
জ্বলে যাই বাপ রে বাপ
হায় ধীরে ধীরে ইন্টু মিন্টু হয়ে গেলো
আরে তরে তরে ত কাজ এ হয়ে গেলো
ঝিম ঝিম নেশা এ কি ভালোবাসা
স্বপ্ন দুচোখে রঙিন
এলো মেলো চুলে বুঝি পথ ভুলে
রাত্রি ফুরিয়ে হবে দিন
ও রুপোলি চুরির মতো রাত দিন
মেঘের চাদরে থাকে চাঁদ যে
আমাকেও ঢেকে রাখো কাছে থাকো
ভালোবাসা নয় পাপ
আরে বলে বলে সে আমাকে নিয়ে নিলো
আরে তুড়ি মেরে আমাকে সে বেচে দিলো
ওই কালো কালো চোখে মন ফেঁসে গেলো
ওই লাল ঠোঁটে ভালোবাসা ফেঁসে গেলো
ওই নেশা নেশা চোখে মন ফেঁসে গেলো
এই লাল ঠোঁটে ভালোবাসা মিশে গেলো
আর কত সামলাবো নিজেকে নিজের হায়
বাপ রে বাপ
এই পাটি ছোড়া বাজি আজ মেরে দিলো
আরে যেন দেন বেচা কেনা হয়ে গেলো
হায় ধীরে ধীরে ইন্টু মিন্টু হয়ে গেলো
আরে তরে তরে ত কাজ এ হয়ে গেলো
0 Comments