Bolo Na Ki Kore Prem Hoy Lyrics | Babul | Sadhana | Memsaheb |

 Bolo Na Ki Kore Prem Hoy Memsaheb Lyrics



Song - Bolo Na Ki Kore Prem Hoy

Movie - Memsaheb (2004)

Singer - Babul Supriyo and Sadhana Sargam

Music - Ashim Chatterjee

Lyrics - Goutam Sushmit


Bolo Na Ki Kore Prem Hoy Lyrics



বলো না কি করে প্রেম হয় 
জানো কি কেন যে মন হারায় 

বলো না কি করে প্রেম হয় 
জানো কি কেন যে মন হারায়

মনের খবর মনই জানে কোন খেয়ালে 
কুড়ি থেকে ফুল ফোটে রাতের আড়ালে 

বলো না কি করে প্রেম হয় 

চোখে চোখে শুরু হলো যে কাহিনী 
হয়ে যাবে সত্যি তা আগে ভাবিনি 

ও... চোখে চোখে শুরু হলো যে কাহিনী 
হয়ে যাবে সত্যি তা আগে ভাবিনি

এই আমি এই প্রেমে ঋণী প্রেমের সরমিনি 
এই আমি এই প্রেমে ঋণী প্রেমের সরমিনি 

চায়না বানানো নেমে যায় নিতে হয় 
চায়না বানানো নেমে যায় নিতে হয়

বলো না কি করে প্রেম হয় 
জানো কি কেন যে মন হারায় 

বলো না কি করে প্রেম হয়

ও... যার নাম যার সাথে থাকে লেখা 
আজ নয় কাল ঠিক হবে গো দেখা 

যেখানেই যাবে ফেলে সেখানেই পথে রেখে 
যেখানেই যাবে ফেলে সেখানেই পথে রেখে 

সেই তো জীবনের ঠিকানা হয়ে যায় 
সেই তো জীবনের ঠিকানা হয়ে যায় 

বলো না কি করে প্রেম হয় 
জানো কি কেন যে মন হারায় 

বলো না কি করে প্রেম হয়



Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)