Song: Dekhi Jodi Sundari
Movie: Annadata (2002)
Music: Babul Bose
Dekhi Jodi Sundari Lyrics
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধুম ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধুম ধুম
দেখি যদি সুন্দরী এ বুক ধর পর করে হায়
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক
এ বাড়ে বাড়ে প্রেমে পড়ি
প্রেমের জ্বরে মন কাপে হায়
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক
কারও কথায় জাদু কারও চেহারায়
কারও চোখের মায়া ডাকে ইশারায়
যা কিছু ভালো লাগে সবই মন পেতে চায়
দেখি যদি সুন্দরী এ বুক ধর পর করে হায়
বাড়ে বাড়ে প্রেমে পড়ি
প্রেমের জ্বরে মন কাপে হায়
নাচেরে এ মনে নাচে কামনা আশা
দিনে দিনে বেড়ে চলে প্রেমেরই নেশা
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
এ নাচেরে এ মনে নাচে কামনা আশা
দিনে দিনে বেড়ে চলে প্রেমেরই নেশা
আমি পাগল প্রেমী প্রেম পূজারী
ভালোবাসার পূজা চায় কুমারী
কি করে করি মানা কেউ যদি কাছে চায়
দেখি যদি সুন্দরী এ বুক ধর পর করে হায়
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক
এ বাড়ে বাড়ে প্রেমে পড়ি
প্রেমের জ্বরে মন কাপে হায়
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধুম ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধুম ধুম
প্রেমে কোনো অপরাধ হয়না বলে
দেখতে জানি যে মুখ ঘোমটা খুলে
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
হুর... প্রেমে কোনো অপরাধ হয়না বলে
দেখতে জানি যে মুখ ঘোমটা খুলে
আমি প্রেমের নামে ছলনা করি না
ভালোলাগে যদি বাহানা করি না
কুমারী শ্রীমতি সবই এক মনে হয়
দেখি যদি সুন্দরী এ বুক ধর পর করে হায়
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক
এ বাড়ে বাড়ে প্রেমে পড়ি
প্রেমের জ্বরে মন কাপে হায়
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
কারও কথায় জাদু কারও চেহারায়
কারও চোখের মায়া ডাকে ইশারায়
যা কিছু ভালো লাগে সবই মন পেতে চায়
দেখি যদি সুন্দরী এ বুক ধর পর করে হায়
বাড়ে বাড়ে প্রেমে পড়ি
প্রেমের জ্বরে মন কাপে হায়
দেখি যদি সুন্দরী এ বুক ধর পর করে হায়
বাড়ে বাড়ে প্রেমে পড়ি
প্রেমের জ্বরে মন কাপে হায়
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধুম ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধাড়াক ধাড়াক ধুম
ধুম ধুম
0 Comments