Ashun Dada Ashun Didi Lyrics - Andha Bichar

Song: Ashun Dada Ashun Didi 

Movie: Andha Bichar (1990) 


Ashun Dada Ashun Didi  Lyrics



আসুন দাদা আসুন দিদি 
আসুন আসুন খেয়ে দেখুন 
এই দোকানের খাবার 
আসুন আসুন খেয়ে দেখুন 
এই দোকানের খাবার 
খেলে কিন্তু ঘুরে ফিরে
আস্তে হবে আবার 

আসুন দাদা আসুন দিদি 
আসুন আসুন খেয়ে দেখুন 
এই দোকানের খাবার 
খেলে কিন্তু ঘুরে ফিরে 
আস্তে হবে আবার 
আসুন আসুন খেয়ে দেখুন 
এই দোকানের খাবার 

ডিমের ডেভিল আছে  
কষা মাংস আছে 
আছে চিংড়ি মাছের কাটলেট 
কচুরি পাবেন সিঙ্গারা পাবেন 
পাবেন ডিমের মামলেট 

আছে ডিমের ডেভিল 
আর মাংস কষা 
রকমারি কাবাব 
রকমারি কাবাব দাদা 
রকমারি কাবাব
চিংড়ি মাছের কাটলেটেরই 
বলুন কোথায় জবাব 
বলুন কোথায় জবাব দাদা 
বলুন কোথায় জবাব 
এই খাওয়াতে এমন জাদু 
এই খাওয়াতে এমন জাদু 
ছেলে মেয়ে পটে
পটে গেলে কেউ কাউকে 
ছাড়বে না তো আর

আসুন দাদা আসুন দিদি 
আসুন আসুন খেয়ে দেখুন 
এই দোকানের খাবার 

আরে বৌ যদি ঝাঁটা মারে 
বেরো মুখ পোড়া 
ঝেটিয়ে তোর বিষ ঝেড়ে দেব না 

বৌ যদি ঝাঁটা মারে 
শান্তি পাবেন এসে 
শান্তি পাবেন এসে এখানে 
শান্তি পাবেন এসে 
গরম চা আর সিঙ্গাড়াতে 
দুঃখ যাবে ভেসে 
দুঃখ যাবে ভেসে দাদা 
দুঃখ যাবে ভেসে 

ঘুরে যাবে ভাগ্যের চাকা 
ঘুরে যাবে রে 
ঘুরে যাবে ভাগ্যের চাকা 
আসবে অনেক টাকা 
লজ্জা কেন চলে আসুন 
এখানে একবার 

আসুন দাদা আসুন দিদি 
আসুন আসুন খেয়ে দেখুন 
এই দোকানের খাবার 

দেশের লোকের করবো সেবা 
তাই খুলেছি দোকান 
তাই খুলেছি দোকান দাদা 
তাই খুলেছি দোকান 

খাওয়াবে আর খাবে যারা 
তারা হবে মহান 
তারা হবে মহান দাদা 
তারা হবে মহান 

তবে একটা কথা বলে রাখছি 
একটা কথা এই দোকানে 
নকদে কারবার 
হাসি মুখে করবো সেবা 
আমরা জনতার 

আসুন দাদা আসুন দিদি 
আসুন আসুন খেয়ে দেখুন 
এই দোকানের খাবার 
খেলে কিন্তু ঘুরে ফিরে
আস্তে হবে আবার 
আসুন আসুন খেয়ে দেখুন 
এই দোকানের খাবার 

আসুন আসুন খেয়ে দেখুন 
এই দোকানের খাবার 



Post a Comment

0 Comments