Song: Bodhay Temon Bhalobaste
Movie: Anutap
Singers: Kumar Sanu, Kavita Krishnamurthy
Music Director: Bappi Lahiri
Lyricist: Pulak Bandopadhyay
Bodhay Temon Bhalobaste Lyrics
বোধ হয় তেমন ভালোবাসতে পারছিনা
যেমন বাসতে চাইছি
বোধ হয় তত-টা কাছে আস্তে পারছিনা
যত-টা আস্তে চাইছি
একই চাওয়া একই আশা
এই যে কেমন
কাছে আসা, কাছে আসা
ভালোবাসা, ভালোবাসা
বোধ হয় তেমন ভালোবাসতে পারছিনা
যেমন বাসতে চাইছি
তুমি যে আমারি সাধনা
তুমি যে কামনা
মনে মনে ও ও ও ও
দিনটাতে পাই গো এতো সুখ
পাই গো অনুরাগ
রাগে-তে ক্ষনে ক্ষনে...
একই চাওয়া একই আসা
এই যে কেমন
কাছে আসা, কাছে আসা
ভালোবাসা, ভালোবাসা
বোধ হয় মুখেতে তেমন গাই-তে পারছি না
যেমন গাই-তে চাইছি
তোমাকে আমি যে চেয়েছি
এতো যে পেয়েছি
প্রাণে প্রাণে... ও ও ও ও
নয়নে, ধরেছি স্বপনে
বেঁধেছি জীবনে
গানে গানে...
একই চাওয়া একই আসা
এই যে কেমন
কাছে আসা, কাছে আসা
ভালোবাসা, ভালোবাসা
বোধ হয় সোনার সে তরী বাই-তে পারছি না
যেমন বাই-তে চাইছি
বোধ হয় তেমন ভালোবাসতে পারছিনা
যেমন বাসতে চাইছি
যেমন বাসতে চাইছি
যেমন বাসতে চাইছি
যেমন বাসতে চাইছি
যেমন বাসতে চাইছি

0 Comments