Keno Keu Chaina Amay Lyrics | Beadap | Kumar Sanu

 

Keno Keu Chaina Amay Beadap Lyrics


Song : Keno Keu Chaina Amay

Movie: Beadap (1996)

Singer: Kumar Sanu

Music Director: Swapan Jagmohan



Keno Keu Chaina Amay Lyrics


কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিলো
বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিলো
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো

সবই আছে আমার তবু কিছুই আমার নেই 
চোখের জলে লিখে কথা মুছে দিয়ে যাই 
ডাকেনা তো কেউ কখনো আমায় ভালোবেসে 
কাছে গেলে সরে যে যায় ব্যাথা দিয়ে শেষে 
বন্ধু আমার কোথাও কোনো আছে কিনা বলো 
বন্ধু আমার কোথাও কোনো আছে কিনা বলো 
ভুলে যাওয়া নাম ধরে ডাক দিয়ে কে গেলো 
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো

কারো কাছে চাইনি তো কোনো কিছু আমি 
দুঃখ ছাড়া আর কিছুতো পাইনি তো আমি 
চায়নি তো কোনোদিনও কেউ আমাকেও 
যে আমার সবকিছু ভুলে হয়েছে সেও 
পর হয়ে গেছে আমার আপন যেজন ছিল 
পর হয়ে গেছে আমার আপন যেজন ছিল 
তার কাছে যাই আমি কোনদিকে যে বলো 
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিলো
বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিলো
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো

কি দোষ আমার বলো
কি দোষ আমার বলো


Post a Comment

0 Comments