Song : Keno Keu Chaina Amay
Movie: Beadap (1996)
Singer: Kumar Sanu
Music Director: Swapan Jagmohan
Keno Keu Chaina Amay Lyrics
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলোকেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলোবুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিলোবুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিলোকেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলোকেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
সবই আছে আমার তবু কিছুই আমার নেই চোখের জলে লিখে কথা মুছে দিয়ে যাই ডাকেনা তো কেউ কখনো আমায় ভালোবেসে কাছে গেলে সরে যে যায় ব্যাথা দিয়ে শেষে বন্ধু আমার কোথাও কোনো আছে কিনা বলো বন্ধু আমার কোথাও কোনো আছে কিনা বলো ভুলে যাওয়া নাম ধরে ডাক দিয়ে কে গেলো কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলোকেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
কারো কাছে চাইনি তো কোনো কিছু আমি দুঃখ ছাড়া আর কিছুতো পাইনি তো আমি চায়নি তো কোনোদিনও কেউ আমাকেও যে আমার সবকিছু ভুলে হয়েছে সেও পর হয়ে গেছে আমার আপন যেজন ছিল পর হয়ে গেছে আমার আপন যেজন ছিল তার কাছে যাই আমি কোনদিকে যে বলো কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলোকেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলোবুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিলোবুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিলোকেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলোকেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
কি দোষ আমার বলোকি দোষ আমার বলো
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিলো
বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিলো
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
সবই আছে আমার তবু কিছুই আমার নেই
চোখের জলে লিখে কথা মুছে দিয়ে যাই
ডাকেনা তো কেউ কখনো আমায় ভালোবেসে
কাছে গেলে সরে যে যায় ব্যাথা দিয়ে শেষে
বন্ধু আমার কোথাও কোনো আছে কিনা বলো
বন্ধু আমার কোথাও কোনো আছে কিনা বলো
ভুলে যাওয়া নাম ধরে ডাক দিয়ে কে গেলো
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
কারো কাছে চাইনি তো কোনো কিছু আমি
দুঃখ ছাড়া আর কিছুতো পাইনি তো আমি
চায়নি তো কোনোদিনও কেউ আমাকেও
যে আমার সবকিছু ভুলে হয়েছে সেও
পর হয়ে গেছে আমার আপন যেজন ছিল
পর হয়ে গেছে আমার আপন যেজন ছিল
তার কাছে যাই আমি কোনদিকে যে বলো
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিলো
বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিলো
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো
কি দোষ আমার বলো
কি দোষ আমার বলো
0 Comments