Song: Chulbuli O Bulbuli Cholle Kothay
Movie: Santrash (2003)
Singer: Udit Narayan
Chulbuli O Bulbuli Cholle Kothay Lyrics
চুলবুলি ও বুলবুলি চললে কোথায়
তুলতুলি ও তুলতুলি চললে কোথায়
চুলবুলি ও বুলবুলি চললে কোথায়
তুলতুলি ও তুলতুলি চললে কোথায়
ছোরো জি কালকি বাতে
রাখোনা হাত হাতে
চলোনা হারাই কোথাও
চলোনা হারাই কোথাও
চুলবুলি ও বুলবুলি চললে কোথায়
তুলতুলি ও তুলতুলি চললে কোথায়
ছোরো জি কালকি বাতে
রাখোনা হাত হাতে
চলোনা হারাই কোথাও
চলোনা হারাই কোথাও
চুলবুলি ও বুলবুলি
ছল ছল ছল ছলাৎ ছলাৎ
যৌবনের ঢেউ তুলে
হেটে যাও যখন তুমি
হৃদয় সবার দোলে
ছলাৎ ছলাৎ ছলাৎ
ছলাৎ ছলাৎ ছলাৎ
এ ছল ছল ছল ছলাৎ ছলাৎ
যৌবনের ঢেউ তুলে
হেটে যাও যখন তুমি
হৃদয় সবার দোলে
ফুর ফুর ফুর হাওয়াই যখন
সারির আঁচল ওরে
ধুক ধুক ধুক ধুকপুক ধুকপুক
আনচান আনচান করে
ইচ্ছা করে ওই সাগরে
ইচ্ছা করে ওই সাগরে
আরে ইচ্ছা করে ওই সাগরে
ঝাঁপ দিয়ে ডুবে মরি
টুকটুকি ও টুকটুকি চললে কোথায়
তুলতুলি ও তুলতুলি চললে কোথায়
ছোরো জি কালকি বাতে
রাখোনা হাত হাতে
চলোনা হারাই কোথাও
চলোনা হারাই কোথাও
চুলবুলি ও বুলবুলি
চোখ দুটো দেখেছো গুরু
যেন আঙ্গুর ফল
আঙ্গুর আঙ্গুর তোমার দুচোখ
জাদু মুক্তোর জানা
ঘোর ঘোর ঘোর নেশার ঘোরে
আমরা হই দিওয়ানা
ও বাবা রাগ হয়েছে নাকি
আঙ্গুর আঙ্গুর তোমার দুচোখ
জাদু মুক্তোর জানা
ঘোর ঘোর ঘোর নেশার ঘোরে
আমরা হই দিওয়ানা
রাগলে পরে তোমায় আরো
দেখতে লাগে ভালো
তোমার মুখে ছড়ায় যেন
পূর্ণিমারি আলো
তোমার প্রেমে মাতাল হয়ে
আরে তোমার প্রেমে মাতাল হয়ে
আজ খাবো গড়াগড়ি
ফুলটুসি ও ফুলটুসি চললে কোথায়
তুলতুলি ও তুলতুলি চললে কোথায়
ছোরো জি কালকি বাতে
রাখোনা হাত হাতে
চলোনা হারাই কোথাও
চলোনা হারাই কোথাও
চুলবুলি ও বুলবুলি চললে কোথায়
তুলতুলি ও তুলতুলি চললে কোথায়
ছোরো জি কালকি বাতে
রাখোনা হাত হাতে
চলোনা হারাই কোথাও
চলোনা হারাই কোথাও
ছোরো জি কালকি বাতে
রাখোনা হাত হাতে
চলোনা হারাই কোথাও
চলোনা হারাই কোথাও
0 Comments