Song: Bidhataar Je Haathe Lekha
Singers: Sonu Nigam, Alka Yagnik
Music Director: Dhruba Jyoti Phukan
Lyricist: Gautam Submit
Bidhataar Je Haathe Lekha Lyrics
বিধাতার যে হাতে লেখা
বিধাতার যে হাতে লেখা
কার সাথে কার হবে যে দেখা
কেউ জানে না কখন কোথায় কবে
কার ডাকে কার মন ধরা দেবে
কেউ জানে না কখন কোথায় কবে
কার ডাকে কার মন ধরা দেবে
সে কথা কেউ জানে না
বিধাতার যে হাতে লেখা
কার সাথে কার হবে যে দেখা
কেউ জানে না কখন কোথায় কবে
কার ডাকে কার মন ধরা দেবে
সে কথা কেউ জানে না
বিধাতার যে হাতে লেখা
কার সাথে কার হবে যে দেখা
এই চলার পথে কত মনের সাথে
কত সুখের স্মৃতি যে মাখা
এই চলার পথে কত মনের সাথে
কত সুখের স্মৃতি যে মাখা
তবু মনের মাঝে মন শুধুই খোঁজে
সেই মনের মানুষের দেখা
হা কেউ জানে না কখন কোথায় কবে
কার ডাকে কার মন ধরা দেবে
সে কথা কেউ জানে না
বিধাতার যে হাতে লেখা
কার সাথে কার হবে যে দেখা
কার ছোয়ায় কখন এই আঁধার জীবন
হয় হাজার তারার সে আলো
কার ছোয়ায় কখন এই আঁধার জীবন
হয় হাজার তারার সে আলো
এই মনের কোনে মন দিন যে গোনে
কবে আসে যাকে বাসি ভালো
কেউ জানে না কখন কোথায় কবে
কার ডাকে কার মন ধরা দেবে
সে কথা কেউ জানে না
বিধাতার যে হাতে লেখা
কার সাথে কার হবে যে দেখা
কেউ জানে না কখন কোথায় কবে
কার ডাকে কার মন ধরা দেবে
সে কথা কেউ জানে না
0 Comments