Song: Nana Ronge
Movie: Fighter (2011)
Music: Indradeep Dasgupta
Nana Ronge Lyrics
নানা রঙে মিলে মিশে একাকার
এতো স্বপ্নের মতো সংসার পায় কজন
সুখে দুখে মিলি কানায় কানায়
বলে নাকি আঁকি তেতুল পাতায় সবাই সুজন
সীমাহীন এক বাঁধনে
বাধা আছে মনের টান
সীমাহীন এক বাঁধনে
বাধা এই জীবনের গান
নানা রঙে মিলে মিশে একাকার
এতো স্বপ্নের মতো সংসার পায় কজন
হাসছে সোনা আলো
বাসছে দেখো খুব ভালো
বলছে রামধনু আসবে নাকো রাত কালো
হাসছে সোনা আলো
বাসছে দেখো খুব ভালো
বলছে রামধনু আসবে নাকো রাত কালো
মুছে যাবে সকল অভিমান
সীমাহীন এক বাঁধনে
বাধা আছে মনের টান
সীমাহীন এক বাঁধনে
বাধা এই জীবনের গান
নানা রঙে মিলে মিশে একাকার
এতো স্বপ্নের মতো সংসার পায় কজন
যাবেনা একা ফেলে
কখনো কোনো ঝড় এলে
হাতটা রেখে হাতে
বাঁচবে সবে একসাথে
যাবেনা একা ফেলে
কখনো কোনো ঝড় এলে
হাতটা রেখে হাতে
বাঁচবে সবে একসাথে
আছে ভালোবাসা শক্ত সবার
সীমাহীন এক বাঁধনে
বাধা আছে মনের টান
সীমাহীন এক বাঁধনে
বাধা এই জীবনের গান
নানা রঙে মিলে মিশে একাকার
এতো স্বপ্নের মতো সংসার পায় কজন
0 Comments