Song: Aamar Priyatoma
Movie: Priyotoma (2006)
Music Director: Jeet Ganguly
Aamar Priyatoma Lyrics
আমার প্রিয়তমা
সে আমার প্রিয়তমা
সে আমার প্রিয়তমা
মন হারিয়ে মন
প্রেম বাড়িয়ে হাত
ডাকে শোনো তোমায়
ও প্রিয়তমা
মন হারিয়ে মন
প্রেম বাড়িয়ে হাত
ডাকে শোনো তোমায়
ও প্রিয়তমা
ও প্রিয়তমা
ও প্রিয়তমা
হাসি মুখে তুমি যেই সামনে দাঁড়াবে
দুটি চোখে আরো কত স্বপ্ন জড়াবে
হাসি মুখে তুমি যেই সামনে দাঁড়াবে
দুটি চোখে আরো কত স্বপ্ন জড়াবে
কিছু কথা গানে গানে
বলে দেব কানে কানে
কিছু কথা গানে গানে
বলে দেব কানে কানে
কিছু কথা লিখবো কবিতায়
ও প্রিয়তমা
ও প্রিয়তমা
এতো ডাকি তবু কেন এই নীরবতা
আসবে তুমি এই আসরে ছিল যে কথা
এতো ডাকি তবু কেন এই নীরবতা
আসবে তুমি এই আসরে ছিল যে কথা
ভালোবেসে অনুরাগে
যত আসা মনে জাগে
ভালোবেসে অনুরাগে
যত আসা মনে জাগে
বলবো কত গানেরই ভাষায়
ও প্রিয়তমা
ও প্রিয়তমা
মন হারিয়ে মন
প্রেম বাড়িয়ে হাত
ডাকে শোনো তোমায়
ও প্রিয়তমা
ও প্রিয়তমা
ও প্রিয়তমা
0 Comments