Song: O Sathi Re
Movie: Sajani (2004)
Singer: Babul Supriyo
Music: Ashok Bhadra
O Sathi Re Lyrics
ও সাথী রে শুন্য মনে
কি যে ব্যাথা শুধু এই মনই জানে
এ জীবনে তুমি ছাড়া
পাই না খুঁজে আমি বাঁচার মানে
ও সাথী রে
কি চোখে তোমার দেখি
কবে তুমি বুঝবে
চোখের আড়ালে থাকা
মন কবে খুঁজবে
কি চোখে তোমার দেখি
কবে তুমি বুঝবে
চোখের আড়ালে থাকা
মন কবে খুঁজবে
কেন তুমি আছো
আজো দূরে সরে
চিরদিনই থাকবে
এই মন জুড়ে
ভুলবোনা আমি জীবনে
ও সাথী রে শুন্য মনে
কি যে ব্যাথা শুধু এই মনই জানে
এ জীবনে তুমি ছাড়া
পাই না খুঁজে আমি বাঁচার মানে
ও সাথী রে
ঘুম ঘুম রাতে
চোখে তবু ঘুম নেই
মনে হয় তুমি আছো
দুচোখের সামনে
ও.. ঘুম ঘুম রাতে
চোখে তবু ঘুম নেই
মনে হয় তুমি আছো
দুচোখের সামনে
স্বপ্ন সাজিয়ে
আসে ভালোবাসা
এ জীবনে পূর্ণ কি
করে সব আশা
তবুও আশা দাগে যে প্রাণে
ও সাথী রে শুন্য মনে
কি যে ব্যাথা শুধু এই মনই জানে
এ জীবনে তুমি ছাড়া
পাই না খুঁজে আমি বাঁচার মানে
0 Comments