Loke Bole Biye Naki Lyrics | Abhimanyu | Mithun Chakraborty | Debashree | Jisshu Sengupta

 

Loke Bole Biye Naki Lyrics

Song: Loke Bole Biye Naki

Movie: Abhimanyu (2006)

Music: Ashok Bhadra


 Loke Bole Biye Naki Lyrics


লোকে বলে নাকি বিয়ে দিল্লি কা লাড্ডু

বুঝেছো তবু মনটা বলে চেঁখে দেখ না রে একটু 

যে খাবে সে পস্তাবে না খেলে হার কচ্লাবে 

মরলে আমি মরবো খেয়ে দেয়ে 

বিয়ে পাগল ছেলের যে চাই পাগলিনী মেয়ে 

বিয়ে পাগল ছেলের যে চাই পাগলিনী মেয়ে 


লোকে বলে নাকি বিয়ে দিল্লি কা লাড্ডু

রসগোল্লার রসিক আমি চলবে রসিক বুদ্ধু 

নেই রস টস স্ট্খটে মদমাতার ঝগড়াটে 

মরতে যাবো কেন তোকে চেয়ে 

তোর পিড়িতে পাগলী হবো নই আমি সেই মেয়ে 

তোর পিড়িতে পাগলী হবো নই আমি সেই মেয়ে 


ঘোমটা টেনে ঘেমটা নেচে আর দেখাস না লাজের বালাই 

হারিয়া গিলে বিউটি দিলে কেউ চাইবে না তোকে জামাই 


ওরে ঘোমটা টেনে ঘেমটা নেচে আর দেখাস না লাজের বালাই 

হারিয়া গিলে বিউটি দিলে কেউ চাইবে না তোকে জামাই 


ওরে মন্দ লোকে দোষ দেবে মিথ্যা তোকে ফসলাবে 

বর পাবি না ভালো আমার চেয়ে 

বিয়ে পাগল ছেলের যে চাই পাগলিনী মেয়ে বুঝলে 

তোর গলাতে দেবো মালা নই আমি সেই মেয়ে 


চরের কিছু ছোটা ছেড়ে কেন ঘুরিস যে আমার পিছে 

মনটা চুরি করবো যে তোর আর থাকবো না সাধু সেজে যা যা 


চরের কিছু ছোটা ছেড়ে কেন ঘুরিস যে আমার পিছে

আমি মনটা চুরি করবো যে তোর আর থাকবো না সাধু সেজে


তোর সাথে আর কাটাতে চাই না কপাল ফাটাতে 

মরতে হবে করলে তোকে বিয়ে 

তোর গলাতে দেবো মালা নই আমি সেই মেয়ে 

ওরে বিয়ে পাগল ছেলের যে চাই তোর মতো এক মেয়ে 


লোকে বলে নাকি বিয়ে দিল্লি কা লাড্ডু

আমায় বিয়ে করে তুমি দেখো না গো একটু 

নেই রস টস স্ট্খটে মদমাতার ঝগড়াটে 

মরতে যাবো কেন তোকে চেয়ে 

চলো তুমিও পাগল বিয়ে করি গিয়ে 

তোর গলাতে দেবো মালা নই আমি সেই মেয়ে 

দেখো তোমার আমার দেখা হবে ছাদনাতলায় গিয়ে 

আর তোর গলাতে দেবো মালা নই আমি সেই মেয়ে 

আমার বিয়ে পাগল আমার যে চাই তোমার মতো মেয়ে 

যা যা তোর গলাতে দেবো মালা নই আমি সেই মেয়ে 


Post a Comment

0 Comments