Besechi Bhalo Sudhu Tomake Lyrics | Paribar | Prosenjit | Rachna Banerjee

 

Besechi Bhalo Sudhu Tomake Paribar Lyrics

Song: Besechi Bhalo Sudhu Tomake

Movie: Paribar (2004)

Singer: Kumar Sanu

Music: Ashok Bhadra


Besechi Bhalo Sudhu Tomake Lyrics



বেসেছি ভালো শুধু তোমাকে 
ভালোবাসি আজও তোমাকে 
বাসবো ভালো চিরদিন 
শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে 

ও.. বেসেছি ভালো শুধু তোমাকে 
ভালোবাসি আজও তোমাকে 
বাসবো ভালো চিরদিন 
শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে 

আমি তোমাকে ছাড়া কিছু জানি না 
তোমাকে ছাড়া কিছু বুঝি না 
তুমি আমার সাথী

আমি তোমাকে ছাড়া কিছু জানি না 
তোমাকে ছাড়া কিছু বুঝি না 
তুমি আমার সাথী 

তুমি যে আশা ভালোবাসা 
তুমি যে আশা ভালোবাসা 
তুমি তো আমার জীবন 
ও.. তুমি তো আমার জীবন 
হ্যাঁ তুমি তো আমার জীবন

বেসেছি ভালো শুধু তোমাকে 
ভালোবাসি আজও তোমাকে 
বাসবো ভালো চিরদিন 
শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে 

শুধু তুমি তুমি করে এই মন 
রাত জাগে কেন দুটো মন 
কিসেরি আশাতে 

শুধু তুমি তুমি করে এই মন 
রাত জাগে কেন দু নয়ন 
কিসেরি আশাতে 

দেখেছি আমি তোমারো চোখে 
দেখেছি আমি তোমারো চোখে 
শুধু যে আমার মরণ 
হুম শুধু যে আমার মরণ 
শুধু যে আমার মরণ 

বেসেছি ভালো শুধু তোমাকে 
ভালোবাসি আজও তোমাকে 
বাসবো ভালো চিরদিন 
শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে 

বেসেছি ভালো শুধু তোমাকে 
ভালোবাসি আজও তোমাকে 
বাসবো ভালো চিরদিন 
শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে 



Post a Comment

0 Comments