Song: Aaj Tomake Tomar Theke
Movie: Jibon Sathi (2007)
Music: Ashok Bhadra
Aaj Tomake Tomar Theke Lyrics
আজ তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিতে চাই
মনের খাঁচায় মনের পাখি বন্দি করে যাই
মন বলেছে মনে মনে যাকে আমি চাই
তার সাথে হারিয়ে যেতে আর তো বাধা নাই
আজ তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিতে চাই
মনের খাঁচায় মনের পাখি বন্দি করে যাই
ফাগুন কেন ফুল ফোটায় বোলতা জানে না
মন হারালে মন যে তার কারণ বোঝে না
ও.. ফাগুন কেন ফুল ফোটায় বোলতা জানে না
মন হারালে মন যে তার কারণ বোঝে না
শুধু তুমি তুমি নেশা যার নাম ভালোবাসা
শুধু তুমি তুমি নেশা যার নাম ভালোবাসা
ও.. সব কিছু ভালোলাগে তুমি এলে তাই
আজ তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিতে চাই
হা মনের খাঁচায় মনের পাখি বন্দি করে যাই
ভালোবাসা জীবনে একবারই হয়
স্বপ্ন যখন সত্যি হয়ে নিজে ধরা দেয়
ভালোবাসা জীবনে একবারই হয়
স্বপ্ন যখন সত্যি হয়ে নিজে ধরা দেয়
কত ছোটো ছোটো কথা কিছু হাসি নীরবতা
কত ছোটো ছোটো কথা কিছু হাসি নীরবতা
মনে হয় আমার মতো সুখী কেউ নাই
আজ তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিতে চাই
মনের খাঁচায় মনের পাখি বন্দি করে যাই
মন বলেছে মনে মনে যাকে আমি চাই
তার সাথে হারিয়ে যেতে আর তো বাধা নাই
0 Comments