Song : Ae Katha Janto (Rangeela Re)
Movie: Ajana Path (1994)
Singer: Asha Bhosle
Music Director: Rahul Dev Burman
Lyricist: Mukul Dutta
Ae Katha Janto (Rangeela Re) Lyrics
এ কথা জানতো কি মন পাখি ময়না
যদি না আগুন থাকে ধোঁয়া হয়না
এ কথা জানতো কি মন পাখি ময়না
যদি না আগুন থাকে ধোঁয়া হয়না
হো মনের কথা করেছি মুখী আসি আসি
রঙ্গিলা রে রঙ্গিলা রে রঙ্গিলা রে রঙ্গিলা রে
এ কথা জানতো কি মন পাখি ময়না
যদি না আগুন থাকে ধোঁয়া হয়না
এ কথা জানতো কি মন পাখি ময়না
যদি না আগুন থাকে ধোঁয়া হয়না
ও কারণ তো জানেনা বরণ তো মানেনা
আমি আমাকে আনাই
কোন রূপের হায়রে ধরলো আমাকে
কোলোরে মন পুড়ে যাই
ও কারো ঠোঁটে লেগে আমি হবো বাঁশি
রঙ্গিলা রে রঙ্গিলা রে রঙ্গিলা রে রঙ্গিলা রে
এ কথা জানতো কি মন পাখি ময়না
যদি না আগুন থাকে ধোঁয়া হয়না
এ কথা জানতো কি মন পাখি ময়না
যদি না আগুন থাকে ধোঁয়া হয়না
এখন যে কি হবে প্রানরবে রাযাবে
আবার যে দিন গুনেছে রে
তার বদলাতে এই মন কে জুড়াবে
যা মন চায় সে বুনবে
আরে ভালোবাসা হয় গো নাকি সর্বনাশী
রঙ্গিলা রে রঙ্গিলা রে রঙ্গিলা রে রঙ্গিলা রে
এ কথা জানতো কি মন পাখি ময়না
যদি না আগুন থাকে ধোঁয়া হয়না
0 Comments