Tomake Prothom Dekhei Lyrics | Dadar Adesh | Prosenjit | Anu Choudhury

 

Tomake Prothom Dekhei Dadar Adesh Lyrics


Song: Tomake Prothom Dekhei
Movie: Dadar Adesh (2005)
Singer: Kumar Sanu, Alka Yagnik
Music: Ashok Bhadra



Tomake Prothom Dekhei Lyrics



তোমাকে প্রথম দেখেই এতো ভালো লেগেছে 
সেই ভালোলাগায় মনটা প্রেমে পড়েছে 

তোমাকে প্রথম দেখেই এতো ভালো লেগেছে 
সেই ভালোলাগায় মনটা প্রেমে পড়েছে 

সেই প্রথম ভালোবাসায় ছোয়াতে জীবন আমার 
সেই প্রথম ভালোবাসায় ছোয়াতে জীবন আমার 
সাত রঙা রামধনু হয়ে উঠেছে 

তোমাকে প্রথম দেখেই এতো ভালো লেগেছে 
সেই ভালোলাগায় মনটা প্রেমে পড়েছে 

মনে মনে আনমনা সেই তো শুরু যে তোমার 
চুপি চুপি চোখে চোখে সেই শুরু স্বপ্ন দেখার 

মনে মনে আনমনা সেই তো শুরু যে তোমার 
চুপি চুপি চোখে চোখে সেই শুরু স্বপ্ন দেখার 

আমি যে আসবো কাছে যে কথা বলার আছে 
আমি যে আসবো কাছে যে কথা বলার আছে 
সেই থেকে মন শুধু দিন গুনেছে 

তোমাকে প্রথম দেখেই এতো ভালো লেগেছে 
সেই ভালোলাগায় মনটা প্রেমে পড়েছে 

ধীরে ধীরে অন্তরে মেলা মেশা শুধু দুজনার 
আনমনে গুঞ্জনে ও এলো দিন কাছেতে আসার 

ধীরে ধীরে অন্তরে মেলা মেশা শুধু দুজনার 
আনমনে গুঞ্জনে এলো দিন কাছেতে আসার 

ফাগুনের এই মেলাতে অজানায় ভেসে যেতে 
ফাগুনের এই মেলাতে অজানায় ভেসে যেতে 
কোনো বাধা নেই আর মন বলেছে 

তোমাকে প্রথম দেখেই এতো ভালো লেগেছে 
সেই ভালোলাগায় মনটা প্রেমে পড়েছে 

সেই প্রথম ভালোবাসায় ছোয়াতে জীবন আমার 
সেই প্রথম ভালোবাসায় ছোয়াতে জীবন আমার 
সাত রঙা রামধনু হয়ে উঠেছে 

তোমাকে প্রথম দেখেই এতো ভালো লেগেছে 
সেই ভালোলাগায় মনটা প্রেমে পড়েছে 



Post a Comment

0 Comments