Je Deshe Ramdhanu Eke Lyrics - Nagma, Sharad Kapoor | Parinam

 

Je Deshe Ramdhanu Eke Parinam Lyrics

Song: Je Deshe Ramdhanu Eke

Movie: Parinam (2005)

Music : Babul Bose


Je Deshe Ramdhanu Eke Lyrics



যে দেশে রামধনু এঁকে 
প্রেমীরা কবিতা লেখে 
চলো না সেই দেশেতে 
কেউ খুঁজে পাবে না 
কথার গুঞ্জন শুনবো দুজন 
কেউ শুনতে পাবে না... 

যে দেশে রামধনু এঁকে 
প্রেমীরা কবিতা লেখে 
চলো না সেই দেশেতে 
কেউ খুঁজে পাবে না 
কথার গুঞ্জন শুনবো দুজন 
কেউ শুনতে পাবে না... 

যে দেশে রামধনু এঁকে 
প্রেমীরা কবিতা লেখে 
চলো না সেই দেশেতে 
কেউ খুঁজে পাবে না 

যেখানেতে রাত নেই 
যেখানেতে দিন নেই 
প্রহরে প্রহরে আছে 
শুধু ভালোবাসা 

যেখানেতে রাত নেই 
যেখানেতে দিন নেই 
প্রহরে প্রহরে আছে 
শুধু ভালোবাসা 

চারিদিকে কেউ নেই 
কেউ নেই কেউ নেই 
আছি দুজনে 
দুজনে দুজনে 
কেউ তো দেখতে পাবে না... 

যে দেশে রামধনু এঁকে 
প্রেমীরা কবিতা লেখে 
চলো না সেই দেশেতে 
কেউ খুঁজে পাবে না 

যেথা আছে ভরসা 
যেথা চোখে সহসা 
ধীরে ধীরে আসে যায় 
স্বপ্ন আশা 

যেথা আছে ভরসা 
যেথা চোখে সহসা 
ধীরে ধীরে আসে যায় 
স্বপ্ন আশা 

তুমি তুমি করে মন 
সারাদিন সারাক্ষন 
এক সাথে মেলে যায় 
দুটি প্রাণ দুটি মন 
কেউ তা জানতে পাবে না...

যে দেশে রামধনু এঁকে 
প্রেমীরা কবিতা লেখে 
চলো না সেই দেশেতে 
কেউ খুঁজে পাবে না

যে দেশে রামধনু এঁকে 
প্রেমীরা কবিতা লেখে 
চলো না সেই দেশেতে 
কেউ খুঁজে পাবে না

লা লা লা লা লা লা 
কেউ খুঁজে পাবে না
লা লা লা লা লা লা 


Post a Comment

0 Comments