Song: Tomay Na Bola Kotha
Movie: Agni Pariksha (2006)
Music: Ashok Bhadra
Tomay Na Bola Kotha Lyrics
তোমায় না বলা কথা
সে তো আমার কবিতা
যে কথার শুরু চোখে
প্রথম তোমায় দেখে
মন চায় তোমায় বলি
একবার কাছে ডেকে
তবু আজও হয়নি বলা
এক সাথে পথ হয়নি চলা
যে কথার শুরু চোখে
প্রথম তোমায় দেখে
মন চায় তোমায় বলি
একবার কাছে ডেকে
তোমার কবিতায় যত স্বপ্ন ছড়ালাম
আর আশাতেই তোমায় খুঁজে বেড়ানো
তোমার কবিতায় যত স্বপ্ন ছড়ালাম
আর আশাতেই তোমায় খুঁজে বেড়ানো
সেই স্বপ্ন আড়াল থেকে
আজ তোমায় নিলো ডেকে
সেই স্বপ্ন আড়াল থেকে
আজ তোমায় নিলো ডেকে
তবু আজও হয়নি বলা
এক সাথে পথ হয়নি চলা
যে কথার শুরু চোখে
প্রথম তোমায় দেখে
মন চায় তোমায় বলি
একবার কাছে ডেকে
তোমার হাঁসিতে যেন চাঁদের জোছনা
আমার কবিতায় তুমি প্রথম কল্পনা
তোমার হাঁসিতে যেন চাঁদের জোছনা
আমার কবিতায় তুমি প্রথম কল্পনা
আজ মনে সেই খুশি
বলে এসো ভালোবাসি
আজ মনে সেই খুশি
বলে এসো ভালোবাসি
তবু আজও হয়নি বলা
এক সাথে পথ হয়নি চলা
যে কথার শুরু চোখে
প্রথম তোমায় দেখে
মন চায় তোমায় বলি
একবার কাছে ডেকে
0 Comments