Tomar Mukher Hasi - Kartabya Lyrics

Song: Tomar Mukher Hasi

Movie: Kartabya (2003) 

Music Director: Ashok Bhadra


Tomar Mukher Hasi Lyrics



তোমার চোখ দুটি কি দারুন সুন্দর
তোমার মুখের হাঁসি আরো বেশি সুন্দর

তোমার চোখ দুটি কি দারুন সুন্দর
তোমার মুখের হাঁসি আরো বেশি সুন্দর

তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর
হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর
হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর

তোমার চোখ দুটি কি দারুন সুন্দর
তোমার মুখের হাঁসি আরো বেশি সুন্দর

কত ভালো লাগে এই কাছে আসা
মনে চুপি চুপি শুরু ভালোবাসা

কত ভালো লাগে এই কাছে আসা
মনে চুপি চুপি শুরু ভালোবাসা

শুধু মনই জানে এই মনেরই খবর
সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর
সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর

তোমার চোখ দুটি কি দারুন সুন্দর
তোমার মুখের হাঁসি আরো বেশি সুন্দর

আজ সেই কথা বলি কানে কানে
যা জমা ছিল শুধু এই মনে

আজ সেই কথা বলি কানে কানে
যা জমা ছিল শুধু এই মনে

আজ বাঁধন হারা হবো কতদিন পর

সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর
সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর

তোমার চোখ দুটি কি দারুন সুন্দর
তোমার মুখের হাঁসি আরো বেশি সুন্দর

তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর

হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর
হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর

তোমার চোখ দুটি কি দারুন সুন্দর
তোমার মুখের হাঁসি আরো বেশি সুন্দর

তোমার চোখ দুটি কি দারুন সুন্দর
তোমার মুখের হাঁসি আরো বেশি সুন্দর


Post a Comment

0 Comments