Song: Tomar Mukher Hasi
Movie: Kartabya (2003)
Music Director: Ashok Bhadra
Tomar Mukher Hasi Lyrics
তোমার চোখ দুটি কি দারুন সুন্দর
তোমার মুখের হাঁসি আরো বেশি সুন্দর
তোমার চোখ দুটি কি দারুন সুন্দর
তোমার মুখের হাঁসি আরো বেশি সুন্দর
তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর
হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর
হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর
তোমার চোখ দুটি কি দারুন সুন্দর
তোমার মুখের হাঁসি আরো বেশি সুন্দর
কত ভালো লাগে এই কাছে আসা
মনে চুপি চুপি শুরু ভালোবাসা
কত ভালো লাগে এই কাছে আসা
মনে চুপি চুপি শুরু ভালোবাসা
শুধু মনই জানে এই মনেরই খবর
সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর
সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর
তোমার চোখ দুটি কি দারুন সুন্দর
তোমার মুখের হাঁসি আরো বেশি সুন্দর
আজ সেই কথা বলি কানে কানে
যা জমা ছিল শুধু এই মনে
আজ সেই কথা বলি কানে কানে
যা জমা ছিল শুধু এই মনে
আজ বাঁধন হারা হবো কতদিন পর
সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর
সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর
তোমার চোখ দুটি কি দারুন সুন্দর
তোমার মুখের হাঁসি আরো বেশি সুন্দর
তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর
হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর
হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর
তোমার চোখ দুটি কি দারুন সুন্দর
তোমার মুখের হাঁসি আরো বেশি সুন্দর
তোমার চোখ দুটি কি দারুন সুন্দর
তোমার মুখের হাঁসি আরো বেশি সুন্দর
0 Comments