Song : Hate Chabi Niye
Movie : Annadata (2002)
Singer : Sayak Maity
Music : Babul Bose
Hate Chabi Niye Bose Lyrics
হাতে চাবি নিয়ে বোসে আছে ভগবান
একদিন খুলে দেবে ভাগ্যের তালা
ভক্তরা আমাকে করবে পুজো
দেবে গলায় মালা
আমি নায়ক হবো
মহা নায়ক হবো
আমি নায়ক হবো
মহা নায়ক হবো
হাতে চাবি নিয়ে বোসে আছে ভগবান
একদিন খুলে দেবে ভাগ্যের তালা
ভক্তরা আমাকে করবে পুজো
দেবে গলায় মালা
আমি নায়ক হবো
মহা নায়ক হবো
আমি নায়ক হবো
মহা নায়ক হবো
চেহারা হবে যেন সালমান খান
প্রীতি জিন্টার সাথে হবে নাচ গান
আমি করবো সবার থেকে
ভালো অভিনয়
তাই দেখে হৃত্বিক পাবে মনে ভয়
সবাইকে ছুটি দিয়ে রাজ করবো
বোম্বে কলকাতা কাঁপিয়ে দেবো
আমি নায়ক হবো
মহা নায়ক হবো
আমি নায়ক হবো
মহা নায়ক হবো
হাতে চাবি নিয়ে বোসে আছে ভগবান
একদিন খুলে দেবে ভাগ্যের তালা
ভক্তরা আমাকে করবে পুজো
দেবে গলায় মালা
আমি নায়ক হবো
মহা নায়ক হবো
আমি নায়ক হবো
মহা নায়ক হবো
এক পলকের দেখা দেখতে আমায়
থাকবে কত লোকে ব্যাকুল আশায়
মেয়েদের বেডরুমে দেওয়াল জুড়ে
থাকবে আমার ছবি ঘরে ঘরে
অটোগ্রাফের খাতা বাড়িয়ে ধরে
চাইবে আমার সই আমায় ঘিরে
আমি নায়ক হবো
মহা নায়ক হবো
আমি নায়ক হবো
মহা নায়ক হবো
হাতে চাবি নিয়ে বোসে আছে ভগবান
একদিন খুলে দেবে ভাগ্যের তালা
ভক্তরা আমাকে করবে পুজো
দেবে গলায় মালা
আমি নায়ক হবো
মহা নায়ক হবো
আমি নায়ক হবো
মহা নায়ক হবো
যাকে গুরু বলে ভাবে এ মন আমার
সেইতো মহানায়ক উত্তম কুমার
তাঁর চরণে আমি প্রণাম করি
সেইতো প্রেরণা আমার
আমি নায়ক হবো
মহা নায়ক হবো
আমি নায়ক হবো
মহা নায়ক হবো
আমি নায়ক হবো
মহা নায়ক হবো
আমি নায়ক হবো
মহা নায়ক হবো
0 Comments