Song: Cinemay Ache Joto Hero
Movie: Annadata (2002)
Singer: Vinod Rathod
Music: Babul Bose
Cinemay Ache Joto Hero Lyrics
সিনেমার আছে যত হিরো
আমার পাশে সব জিরো
সিনেমার আছে যত হিরো
আমার পাশে সব জিরো
সিনেমার আছে যত হিরো
আমার পাশে সব জিরো
আরে টিকিট কেটে দেখতে পারো
নকল হিরো কে
টিকিট কেটে দেখতে পারো
নকল হিরো কে
দেখলে আমায় বুঝবে তুমি
আসল হিরো কে
সিনেমার আছে যত হিরো
আমার পাশে সব জিরো
মন আমার শুনতে চায় বাড়ে বাড়ে
বলো রূপসী
বলোনা ভালোবাসি
তোমাকেই ভালোবাসি
মন আমার শুনতে চায় বাড়ে বাড়ে
বলো রূপসী
বলোনা ভালোবাসি
তোমাকেই ভালোবাসি
সিনেমার আছে যত হিরো
আমার পাশে সব জিরো
দশটা থেকে একটা ওকে
কেমন হিরো হয়
দশটা থেকে একটা ওকে
কেমন হিরো হয়
ওদের থেকে অনেক ভালো
আমার অভিনয়
সিনেমার আছে যত হিরো
আমার পাশে সব জিরো
ওগো প্রিয়তমা
আমি তোমার দিওয়ানা
স্বপ্নে শুধু না এসে
এই জীবনে এসোনা
ওগো প্রিয়তমা
আমি তোমার দিওয়ানা
স্বপ্নে শুধু না এসে
এই জীবনে এসোনা আমার
সিনেমার আছে যত হিরো
আমার পাশে সব জিরো
নাচতে পারি গাইতে পারি
করতে জানি ফাইট
নাচতে পারি গাইতে পারি
করতে জানি ফাইট
হিরো হলে শোনো আমার
ফিউচার যে ব্রাইট
সিনেমার আছে যত হিরো
আমার পাশে সব জিরো
কবে দেখে তোমায় হারালো মন
এ ভালোবাসা জানাই প্রথম
চির সাথী আমি যে তোমার
শোনো তুমি যে আমার জীবন
কবে দেখে তোমায় হারালো মন
এ ভালোবাসা জানাই প্রথম
চির সাথী আমি যে তোমার
শোনো তুমি যে আমার জীবন
কবে দেখে তোমায় হারালো মন
সিনেমার আছে যত হিরো
আমার পাশে সব জিরো
সিনেমার আছে যত হিরো
আমার পাশে সব জিরো
আরে টিকিট কেটে দেখতে পারো
নকল হিরো কে
টিকিট কেটে দেখতে পারো
নকল হিরো কে
দেখলে আমায় বুঝবে তুমি
আসল হিরো কে
সিনেমার আছে যত হিরো
আমার পাশে সব জিরো
সিনেমার আছে যত হিরো
আমার পাশে সব জিরো
0 Comments