Aamader Kotha Sudhu Mone Rekho - Annadata Lyrics

Song: Aamader Kotha Sudhu Mone Rekho

Movie: Annadata (2002)

Singers: Babul Supriyo, Sadhana Sargam, Deepa Narayan

Music: Babul Bose


Aamader Kotha Sudhu Mone Rekho Lyrics



সাত পাকে বন্দি হবে
আসবে শুভক্ষণ
সবাই মিলে করি আজ
তারই আয়োজন

সাত পাকে বন্দি হবে
আসবে শুভক্ষণ
সবাই মিলে করি আজ
তারই আয়োজন

হো... আমাদের কথা শুধু মনে রেখো
সুখী সংসার করে সুখে থেকো
এই ঘর দুয়ার সব শুন্য করে
যেতে হবে তোমাকে স্বামীর ঘরে

সাত পাকে বন্দি হবে
আসবে শুভক্ষণ
সবাই মিলে করি আজ
তারই আয়োজন

ও... আমাদের কথা শুধু মনে রেখো
সুখী সংসার করে সুখে থেকো
এই ঘর দুয়ার সব শুন্য করে
যেতে হবে তোমাকে স্বামীর ঘরে

সাত পাকে বন্দি হবে
আসবে শুভক্ষণ
সবাই মিলে করি আজ
তারই আয়োজন

হবে কত হইচই হুল্লোড় চিৎকার
কত মজা কত খুশি সারা বাড়ি একাকার

হবে কত হইচই হুল্লোড় চিৎকার
কত মজা কত খুশি সারা বাড়ি একাকার

মন চায় তবু মুখে কত লাজে দেখো
দেরি না করে আজই পুরোহিত ডাকো
সুখী সংসার করে সুখে থেকো

সাত পাকে বন্দি হবে
আসবে শুভক্ষণ
সবাই মিলে করি আজ
তারই আয়োজন

হো... আমাদের কথা শুধু মনে রেখো
সুখী সংসার করে সুখে থেকো
এই ঘর দুয়ার সব শুন্য করে
যেতে হবে তোমাকে স্বামীর ঘরে

সাত পাকে বন্দি হবে
আসবে শুভক্ষণ
সবাই মিলে করি আজ
তারই আয়োজন

কি করে বিদায় দেবো
তাই ভেবে পাইনা
জানি মেয়ে চলে যাবে
তবু মন মানেনা

কি করে বিদায় দেবো
তাই ভেবে পাইনা
জানি মেয়ে চলে যাবে
তবু মন মানেনা

সিঁদুরের সন্মান তুমি করে রেখো
ভালোবেসে চিরদিন তাকে বেঁধে রেখো
সুখী সংসার করে সুখে থেকো

সাত পাকে বন্দি হবে
আসবে শুভক্ষণ
সবাই মিলে করি আজ
তারই আয়োজন

হো... আমাদের কথা শুধু মনে রেখো
সুখী সংসার করে সুখে থেকো
এই ঘর দুয়ার সব শুন্য করে
যেতে হবে তোমাকে স্বামীর ঘরে

সাত পাকে বন্দি হবে
আসবে শুভক্ষণ
সবাই মিলে করি আজ
তারই আয়োজন

ও... আমাদের কথা শুধু মনে রেখো
সুখী সংসার করে সুখে থেকো
এই ঘর দুয়ার সব শুন্য করে
যেতে হবে তোমাকে স্বামীর ঘরে

সাত পাকে বন্দি হবে
আসবে শুভক্ষণ
সবাই মিলে করি আজ
তারই আয়োজন

সাত পাকে বন্দি হবে
আসবে শুভক্ষণ
সবাই মিলে করি আজ
তারই আয়োজন

সাত পাকে বন্দি হবে
আসবে শুভক্ষণ
সবাই মিলে করি আজ
তারই আয়োজন


Post a Comment

0 Comments