Song: Bhalo Laage Shudhu Tomake
Movie: Sajani (2004)
Singer: Udit Narayan
Music: Ashok Bhadra
Bhalo Laage Shudhu Tomake Lyrics
ভালোলাগে শুধু তোমাকে
ভালোবাসি তাই তোমাকে
ভালোলাগে শুধু তোমাকে
ভালোবাসি তাই তোমাকে
এ মনের আশা দুচোখের স্বপ্ন
তোমাকে ঘিরে কত ছবি যে আঁকে
ভালোলাগে শুধু তোমাকে
ভালোবাসি তাই তোমাকে
দূরে কেন কাছে এসো
এই দূরে কেন কাছে এসো
একটু আরো ভালোবাসো
হৃদয়ের আয়নায় যে ছবি ভাসে
তাঁর কথা কানে কানে বলো আমাকে
ভালোলাগে শুধু তোমাকে
ভালোবাসি তাই তোমাকে
যদি আমি যাই হারিয়ে
যদি আমি যাই হারিয়ে
বাঁধবো তোমায় প্রেমের ডোরে
আমার এ মনেতে সারাজীবনে
ধরে আমি রাখবো গো যেন তোমাকে
ভালোলাগে শুধু তোমাকে
ভালোবাসি তাই তোমাকে
এ মনের আশা দুচোখের স্বপ্ন
তোমাকে ঘিরে কত ছবি যে আঁকে
ভালোলাগে শুধু তোমাকে
ভালোবাসি তাই তোমাকে
ভালোলাগে শুধু তোমাকে
ভালোবাসি তাই তোমাকে
0 Comments