Esona Aaj Ei - Guru Shisya Lyrics

Song: Esona Aaj Ei

Movie: Guru Shisya (2001)

Singer: Babul Supriyo, Sadhana Sargam

Music: Babul Bose


Esona Aaj Ei Lyrics



এসোনা আজ এই শপথ করি
দুজনেই কথাটা প্রাণে ধরি
কোনোদিন কাউকে এই মন
তোমাকে ছাড়া ভালোবাসবেনা

এসোনা আজ এই শপথ করি
দুজনেই কথাটা প্রাণে ধরি
কোনোদিন কাউকে এই মন
তোমাকে ছাড়া ভালোবাসবেনা

কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে
চিরদিনই থাকবো তোমারি হয়ে

কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে
চিরদিনই থাকবো তোমারি হয়ে

হো ভাবিনি সত্যি আমি তোমার হবো
এভাবে নিজের করে তোমায় পাবো
আজ থেকে এই চোখ আর কোনোদিন
অন্য চোখে চেয়ে দেখবেনা
কোনোদিন কাউকে এই মন
তোমাকে ছাড়া ভালোবাসবেনা

বুঝিনি তোমায় এতো লাগবে ভালো
জীবন জুড়ে পাবো সুখের আলো

হো বুঝিনি তোমায় এতো লাগবে ভালো
জীবন জুড়ে পাবো সুখের আলো

তোমায় আমি কত বধূ জোছনায়
কাটিয়ে গেছে রাত তোমার আশায়
আজ থেকে এই হাত আর কোনো দিন
অন্য হাতে হাত রাখবেনা
কোনোদিন কাউকে এই মন
তোমাকে ছাড়া ভালোবাসবেনা

হম এসোনা আজ এই শপথ করি
দুজনেই কথাটা প্রাণে ধরি
কোনোদিন কাউকে এই মন
তোমাকে ছাড়া ভালোবাসবেনা


Post a Comment

0 Comments