Tomar Choyay Eto Agun Ache - Badsha The King Lyrics

Song - Tomar Choyay Eto Agun Ache

Movie - Badsha the King (2004)


Tomar Choyay Eto Agun Ache Lyrics



তোমার ছোঁয়ায় এতো আগুন আছে
তাই তো ফাগুন এলো এই বরষায়
তোমার ছোঁয়ায় এতো আগুন আছে
তাই তো ফাগুন এলো এই বরষায়

বাইরে শ্রাবন অঙ্গে দহন
আজকে তোমায় মন কাছে পেতে চায়
এসো কাছে আরো কাছে
তুমি এসো আরো কাছে
আরো কাছে আরো কাছে
তুমি এসো আরো কাছে

রিমঝিম বৃষ্টি
রিমঝিম বৃষ্টি  অপরূপ সৃষ্টি
খুঁজি নেই যদি থাকে আজ অফুরণ
আজ সীমা ছাড়াতে
কিছু দেওয়া নেওয়াতে
বেপরোয়া হতে চায়
সব যেই মন
আরো কাছে আরো কাছে
তুমি এসো আরো কাছে
এসো কাছে আরো কাছে
তুমি এসো আরো কাছে

চোখে চোখে স্বপ্ন
চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য
কে প্রথম দিয়ে গেল তুমি বলো না
চুপি চুপি পরশে কি গভীর আবেশে
তুমি ছাড়া মন আর কিছু মানে না
এসো কাছে আরো কাছে
তুমি এসো আরো কাছে
আরো কাছে আরো কাছে
তুমি এসো আরো কাছে
এসো কাছে আরো কাছে
তুমি এসো আরো কাছে
আরো কাছে আরো কাছে
তুমি এসো আরো কাছে


Post a Comment

0 Comments