Eto Bhalo Keu Aaj O Baseni Amay - Criminal Lyrics

Song: Eto Bhalo Keu Aaj O Baseni Amay

Movie: Criminal (2005)

Singer: Udit Narayan & Shreya Ghoshal



Eto Bhalo Keu Aaj O Baseni Amay Lyrics



এতো ভালো কেউ আজও বাসেনি আমায়
যত কালো মুছে গেল তোমারি ছোয়ায়

এতো ভালো কেউ আজও বাসেনি আমায়
যত কালো মুছে গেল তোমারি ছোয়ায়

ভালোবাসা ছাড়া কিছু নেই দুনিয়ায়
তাই দিয়ে জানি সবই কাছে পাওয়া যায়

একই সাথে এ দুটি মন
থাকবে মিশে সারা জীবন

একই সাথে এ দুটি মন
থাকবে মিশে সারা জীবন

এতো কাছে এসে আর কি গো শেষে
দূরে যাওয়া যায়

এতো ভালো কেউ আজও বাসেনি আমায়
যত কালো মুছে গেল তোমারি ছোয়ায়

তুমি এই দুচোখের মণি হয়ে
আলো দেখিয়ে
এই দু হাত ধরে চলবে শুধু
আমাকে নিয়ে
সেই আশাতে ভালোবাসাতে
দিয়ো ঘর সাজিয়ে
এর চেয়ে বেশি আর কেউ কি গো চায়

এতো ভালো কেউ আজও বাসেনি আমায়
যত কালো মুছে গেল তোমারি ছোয়ায়

কোনো রুক্ষ ব্যাথা পারবে না যে
তোমাকে ছুঁতে
আমি সব কিছু যে মুছে দেবো
আমার দু হাতে
এই জীবনে আর মরণে তুমি থেকো পাশেতে
জানিনা নাতো এতো সুখ সইবে কি হায়

এতো ভালো কেউ আজও বাসেনি আমায়
ভালোবাসা ছাড়া কিছু নেই দুনিয়ায়


Post a Comment

0 Comments