Mone Mone Eto Din - Andho Prem Lyrics

Song - Mone Mone Eto Din

Movie - Andho prem

Singer - Asha Bhosle

Music - BUBUL BOSE

Lyrics - Goutam Susmit


Mone Mone Eto Din Lyrics



মনে মনে এতো দিন যা চেয়েছি
আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি

হো মনে মনে এতো দিন যা চেয়েছি
আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি

এখন দু হাত আমি বাড়িয়ে ধরে
নিতে পারি তোমাকে আপন করে

You are my love, You are my love
My love

মনে মনে এতো দিন যা চেয়েছি
আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি

আকাশে বাতাসে আজ খুশির মেলা
মৌরি মন নাচে সারা বেলা

আকাশে বাতাসে আজ খুশির মেলা
মৌরি মন নাচে সারা বেলা

আজ তেমন করে সাজবো আমি
সাজাবে আমায় ওগো যেমন তুমি

You are my love, You are my love
My love

মনে মনে এতো দিন যা চেয়েছি
আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি

হারাতে চায় এ মন তোমার সাথে
রাখোনা তুমি হাত আমার হাতে

হারাতে চায় এ মন তোমার সাথে
রাখোনা তুমি হাত আমার হাতে

লজ্জায় মরমেতে মরে যেতে
চাই শুধু আজ থেকে তোমার হতে

You are my love, You are my love
My love

মনে মনে এতো দিন যা চেয়েছি
আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি
এখন দু হাত আমি বাড়িয়ে ধরে
নিতে পারি তোমাকে আপন করে

You are my love, You are my love
My love, my love 


Post a Comment

0 Comments