E Moner Asha - Greftar Lyrics

Song: E Moner Asha

Movie: Greftar (2007)

Music: Anupam Dutta


E Moner Asha Lyrics


এ মনের আশা ভালোবাসা
এ মনের আশা ভালোবাসা
এটুকু চাওয়া সারা জীবন
থাকবো পাশে ভালোবেসে
তাই দিয়েছি তোমাকে মন
এ মনের আশা ভালোবাসা
এটুকু চাওয়া সারা জীবন

ভালোবাসার ছোঁয়া লাগে যখন
স্বপ্ন দেখে দু নয়ন
কত স্বপ্ন দেখে দু নয়ন
ধীরে ধীরে চাওয়া পাওয়ার আশা
হয় যে শুরু গো তখন
জানি হয় যে শুরু গো তখন
থাকবো পাশে ভালোবেসে
তাই দিয়েছি তোমাকে মন
এ মনের আশা ভালোবাসা
এটুকু চাওয়া সারা জীবন

মনেরই অজান্তে বদলে গেল
তোমায় পেয়ে এ জীবন
ওগো তোমায় পেয়ে এ জীবন
আজ থেকে জীবনের প্রতি ক্ষনে
তুমি আমার আপনজন
শুধু  তুমি আমার আপনজন
থাকবো পাশে ভালোবেসে
তাই দিয়েছি তোমাকে মন
এ মনের আশা ভালোবাসা
এ মনের আশা ভালোবাসা
এটুকু চাওয়া সারা জীবন
থাকবো পাশে ভালোবেসে
তাই দিয়েছি তোমাকে মন
এ মনের আশা ভালোবাসা
এটুকু চাওয়া সারা জীবন
এ মনের আশা ভালোবাসা
এটুকু চাওয়া সারা জীবন


Post a Comment

0 Comments