Song - Kauke Dekhe Lagle Bhalo
Movie - Shatrur Muqabila (2002)
Music - Ashok Bhadra
Kauke Dekhe Lagle Bhalo Lyrics
ও.. কাউকে দেখে লাগলে ভালো
তখন কি হয়
অকারণে মন হারালে
তখন কি হয়
ভালোবাসা হয় গো
ভালোবাসা হয়
ভালোবাসা হয় গো
ভালোবাসা হয়
কাউকে দেখে লাগলে ভালো
তখন কি হয়
অকারণে মন হারালে
তখন কি হয়
ভালোবাসা হয় গো
ভালোবাসা হয়
ভালোবাসা হয় গো
ভালোবাসা হয়
আচ্ছা বলো তো কেন তুমি
আমার প্রেমে পড়েছো
বলছে কথাতে আমার মনেতে
ধরা বলো দিয়েছো
আচ্ছা বলো তো কেন তুমি
আমার প্রেমে পড়েছো
বলছে কথাতে আমার মনেতে
ধরা বলো দিয়েছো
পারবোনা জানাতে আমি তোমায়
কখন কোথায় মন কি খুজে পায়
কাউকে দেখে লাগলে ভালো
তখন কি হয়
অকারণে মন হারালে
তখন কি হয়
ভালোবাসা হয় গো
ভালোবাসা হয়
ভালোবাসা হয় গো
ভালোবাসা হয়
বুঝিনা কেন তোমারি ছবি
শুধু মনে এসে যায়
প্রতিটি কাজে কেন যে আমার
ভুল শুরু হয়ে যায়
হো ও ও বুঝিনা কেন তোমারি ছবি
শুধু মনে এসে যায়
প্রতিটি কাজে কেন যে আমার
ভুল শুরু হয়ে যায়
কি জানি তোমারো ফেরারি মন
কোথায় উড়ে যায় কোন ঠিকানায়
কাউকে দেখে লাগলে ভালো
তখন কি হয়
অকারণে মন হারালে
তখন কি হয়
ভালোবাসা হয় গো
ভালোবাসা হয়
ভালোবাসা হয় গো
ভালোবাসা হয়
কাউকে দেখে লাগলে ভালো
তখন কি হয়
অকারণে মন হারালে
তখন কি হয়
ভালোবাসা হয় গো
ভালোবাসা হয়
ভালোবাসা হয় গো
ভালোবাসা হয়
0 Comments