Chokher Taray Ki Jadu - Sabuj Saathi Lyrics

Song: Chokher Taray Ki Jadu

Movie: Sabuj Saathi (2003)

Music Director: Ashok Bhadra


Chokher Taray Ki Jadu Lyrics



চোখের তারায় কি জাদু
মুখের হাঁসি কি মধুর
এমন আগুন আগে তো দেখিনি

চোখের তারায় কি জাদু
মুখের হাঁসি কি মধুর
এমন আগুন আগে তো দেখিনি

চোখের তারায় কি জাদু
মুখের হাঁসি কি মধুর
এমন আগুন আগে তো দেখিনি

প্ৰেয়সী সেইতো আবার
দুজনে দেখা হলো
জানিনা কি নামে যে
তোমাকে ডাকবো বলো

সরসী কাছে এসো
বলো না সাথে চলো
জানিনা কি নামে যে
তোমাকে ডাকবো বলো

চোখের তারায় কি জাদু
মুখের হাঁসি কি মধুর
এমন আগুন আগে তো দেখিনি

তোমায় দেখে সেই পলকে
পড়বো প্রেমে বুঝিনি
ধীরে ধীরে তোমার প্রেমে
পাগল হবো ভাবিনি

তোমায় দেখে সেই পলকে
পড়বো প্রেমে বুঝিনি
ধীরে ধীরে তোমার প্রেমে
পাগল হবো ভাবিনি

মনটা আমার উদাস করে
যেওনা তুমি কোথাও দূরে

মনটা আমার উদাস করে
যেওনা তুমি কোথাও দূরে

কাছে এসে দোহাই তোমার
বলো না ভালোবাসো

সত্যি তুমি আসবে কাছে
এমন আশা ছিল না
থাকবে পাশে সারাজীবন
আমায় ছুঁয়ে বলো না

ও.. সত্যি তুমি আসবে কাছে
এমন আশা ছিল না
থাকবে পাশে সারাজীবন
আমায় ছুঁয়ে বলো না

সামনে এসে হাত বাড়াও
আমার নেশার ঘোর কাটাও

সামনে এসে হাত বাড়াও
আমার নেশার ঘোর কাটাও

তোমার ছোঁয়া পেলে হবে
আমারও সব পাওয়া

প্ৰেয়সী সেইতো আবার
দুজনে দেখা হলো
জানিনা কি নামে যে
তোমাকে ডাকবো বলো

চোখের তারায় কি জাদু
মুখের হাঁসি কি মধুর
এমন আগুন আগে তো দেখিনি

প্ৰেয়সী সেইতো আবার
দুজনে দেখা হলো
জানিনা কি নামে যে
তোমাকে ডাকবো বলো

সরসী কাছে এসো
বলো না সাথে চলো
জানিনা কি নামে যে
তোমাকে ডাকবো বলো


Post a Comment

0 Comments