Song - Ei Pahar Jane Ei Jharna Jane
Movie - Andho prem
Singer - Sadhna Sargam & Udit Narayan
Music - BUBUL BOSE
Lyrics - Goutam Susmit
Ei Pahar Jane Ei Jharna Jane Lyrics
এই পাহাড় জানে
এই ঝর্ণা জানে
এই বাতাস জানে
এই আকাশ জানে
কেন ছুটে আসি
তোমায় বড় ভালোবাসি
তোমায় বড় ভালোবাসি
এই পাহাড় জানে
এই ঝর্ণা জানে
এই বাতাস জানে
এই আকাশ জানে
কেন ছুটে আসি
তোমায় বড় ভালোবাসি
তোমায় বড় ভালোবাসি
যতদূরে যাই আমি
তোমারিতো থাকবো
তোমাকে প্রেমের সুরে
নাম ধরে ডাকবো
ও.. যতদূরে যাই আমি
তোমারিতো থাকবো
তোমাকে প্রেমের সুরে
নাম ধরে ডাকবো
এ মনের যত কথা
চোখে হারানোর ব্যাথা
বলবো সবই ওগো কানে কানে
এই পাহাড় জানে
এই ঝর্ণা জানে
এই বাতাস জানে
এই আকাশ জানে
সোনাঝরা এই দিন
স্মৃতি জুড়ে থাকবে
হৃদয়ের নীল আকাশে
রামধনু ভাসবে
ও.. সোনাঝরা এই দিন
স্মৃতি জুড়ে থাকবে
হৃদয়ের নীল আকাশে
রামধনু ভাসবে
জীবনের আলো ছায়া
কিছু কথা কিছু মায়া
মিলেমিশে একাকার
হোক না মনে
এই পাহাড় জানে
এই ঝর্ণা জানে
এই বাতাস জানে
এই আকাশ জানে
কেন ছুটে আসি
তোমায় বড় ভালোবাসি
তোমায় বড় ভালোবাসি
তোমায় বড় ভালোবাসি
তোমায় বড় ভালোবাসি
0 Comments