Song : Sombarete Prothom Dekha
Movie : Cheetah (2005)
Singer : Chhanda, Vinod Rathod
Music : Babul Bose
Lyrics : Goutam Sushmit
Sombarete Prothom Dekha Lyrics
সোমবারেতে হলো দেখা মঙ্গলতে প্রেম
বুধবারেতে জমে গেলো তোমার আমার গেম
সোমবারেতে হলো দেখা মঙ্গলতে প্রেম
বুধবারেতে জমে গেলো তোমার আমার গেম
বেস্পতিতে জানলো ও মা প্রেমের গলায় দড়ি
সুখরুতে ছাদনা তলায় শনি শশুর বাড়ি
রবিবারে হানিমুন হানিমুন
রবিবারে হানিমুন হানিমুন
সোমবারেতে হলো দেখা মঙ্গলতে প্রেম
বুধবারেতে জমে গেলো তোমার আমার গেম
বেস্পতিতে জানলো ও মা প্রেমের গলায় দড়ি
সুখরুতে ছাদনা তলায় শনি শশুর বাড়ি
রবিবারে হানিমুন হানিমুন
রবিবারে হানিমুন হানিমুন
জানুয়ারি, ফেব্রুয়ারী
লাগবে ভালোই শশুরবাড়ি
মার্চ, এপ্রিল, মেয়ে, জুন, জুলাই
অগাস্ট মাস হলে মার সেপ্টেম্বর, অক্টোবর
নভেম্বরে শুভ খবর চাই, চাই, চাই, চাই
জানুয়ারি, ফেব্রুয়ারী
লাগবে ভালো শশুরবাড়ি
মার্চ, এপ্রিল, মেয়ে, জুন, জুলাই
অগাস্ট মাস হলে মার সেপ্টেম্বর, অক্টোবর
নভেম্বরে শুভ খবর চাই
ডিসেম্বর কাটবে দারুন
রবিবারে হানিমুন হানিমুন
রবিবারে হানিমুন হানিমুন
সোমবারেতে হলো দেখা মঙ্গলতে প্রেম
বুধবারেতে জমে গেলো তোমার আমার গেম
গরম গরম গরম কালে
যখন তুমি আপন হবে
কাটবে ভালো আমার সারা দিন
রিম ঝিম ঝিম বর্ষা এলে
তোমার আগুন ছোঁয়া পেলে
মনটা হবে প্রেমেতে রঙিন
গরম গরম গরম কালে
যখন তুমি আপন হবে
কাটবে ভালো আমার সারা দিন
রিম ঝিম ঝিম বর্ষা এলে
তোমার আগুন ছোঁয়া পেলে
মনটা হবে প্রেমেতে রঙিন
তোমার ভালো বাসায় হবো ক্ষণ
রবিবারে হানিমুন হানিমুন
রবিবারে হানিমুন হানিমুন
সোমবারেতে হলো দেখা মঙ্গলতে প্রেম
বুধবারেতে জমে গেলো তোমার আমার গেম
সোমবারেতে হলো দেখা মঙ্গলতে প্রেম
বুধবারেতে জমে গেলো তোমার আমার গেম
বেস্পতিতে জানলো ও মা প্রেমের গলায় দড়ি
সুখরুতে ছাদনা তলায় শনি শশুর বাড়ি
রবিবারে হানিমুন হানিমুন
রবিবারে হানিমুন হানিমুন
রবিবারে হানিমুন হানিমুন
রবিবারে হানিমুন হানিমুন
রবিবারে হানিমুন হানিমুন
0 Comments