Song : Moner Katha Roina Je Aar
Movie : Cheetah (2005)
Singer : Udit Narayan, Shreya Ghoshal
Music : Babul Bose
Lyrics : Goutam Sushmit
Moner Katha Roina Je Aar Lyrics
মনের কথা রয়না যে আর
মনের কথা রয়না যে আর গোপনে
আমি জানি কি আছে যে কার মনে
মনের কথা রয়না যে আর গোপনে
আমি জানি কি আছে যে কার মনে
চুপি চুপি চাওয়া এই মন দেওয়া নেওয়া
বলেছি কি বুঝে নাও এ গানে গানে
হো ও ও ও মনের কথা রয়না যে আর গোপনে
আমি জানি কি আছে যে কার মনে
মনের কথা রয়না যে আর গোপনে
আমি জানি কি আছে যে কার মনে
নানানা না না না দূরেতে আর থেকো না
কত ভালো বাসি তোমায়
দেখেও কি তুমি বোঝো না
নানানা না না না মুখেতে আর কথা না
শুধু প্রেমের ইশারাতে মনের কথাটি বলো না
আজকে তোমার সঙ্গী হতে নেই কোনো মানা
হেয় মনের কথা রয়না যে আর
মনের কথা রয়না যে আর গোপনে
আমি জানি কি আছে যে কার মনে
মনের কথা রয়না যে আর গোপনে
আমি জানি কি আছে যে কার মনে
গা মা পা রে সা নি শোনো ও গো সো নয়নি
জানে সবাই আমাদের এই
পুরোনো প্রেম কাহিনী
গা মা পা রে সা নি মরে লাজে এখনই
চোখে চোখটি রেখে মরেছি আমি তা জানি
তাইতো আমার মনের ঘরে হয়েছো রানী
মনের কথা রয়না যে আর
মনের কথা রয়না যে আর গোপনে
আমি জানি কি আছে যে কার মনে
হেয় মনের কথা রয়না যে আর গোপনে
আমি জানি কি আছে যে কার মনে
চুপি চুপি চাওয়া এই মন দেওয়া নেওয়া
বলেছি কি বুঝে নাও এ গানে গানে
মনের কথা রয়না যে আর
মনের কথা রয়না যে আর গোপনে
আমি জানি কি আছে যে কার মনে
মনের কথা রয়না যে আর গোপনে
আমি জানি কি আছে যে কার মনে
0 Comments