Chokhe Chokhe Swapno - Cheetah Lyrics

Song: Chokhe Chokhe Swapno

Movie: Cheetah (2005)

Singer: Udit Narayan, Sadhana Sargam

Music: Babul Bose

Lyrics: Goutam Sushmit


Chokhe Chokhe Swapno Lyrics



চোখে চোখে  নীল  চোখে  স্বপ্ন  রঙিন
তুমি তুমি করে মন আজ সারাদিন
সাথী রে, ও  আমার সাথী গো

এ মনে মনে গুঞ্জনে  স্বপ্ন রঙিন
তুমি তুমি করে মন আজ সারাদিন
সাথী রে, ও  আমার সাথী গো

ডাকে ওই  দুরাকাশ
আয়  রে আয় কাছে আয়
হাজারো মেঘের মেলায়
হাতছানি দিয়ে যায়

ডাকে ওই  দুরাকাশ
আয়  রে আয় কাছে আয়
হাজারো মেঘের মেলায়
হাতছানি দিয়ে যায়

একটু একটু করে তোমার নেশায়
কখন  হারাল  মন
ভালোবাসায়, ভালোবাসায়, ভালোবাসায়

চোখে চোখে  নীল  চোখে  স্বপ্ন  রঙিন
তুমি তুমি করে মন আজ সারাদিন
সাথী রে, ও  আমার সাথী গো

সরমের ওড়না তুলে জীবনে যখন  এলে
বন্ধ  মনের  দুয়ার তখনি গেলো খুলে

সরমের ওড়না তুলে জীবনে যখন  এলে
বন্ধ  মনের  দুয়ার তখনি গেলো খুলে

চারিদিকে  রঙে  রঙে প্রজাপতি
বলে যায় কাছে এলে
নেইতো ক্ষতি, নেইতো ক্ষতি, নেইতো ক্ষতি 

চোখে চোখে  নীল  চোখে  স্বপ্ন  রঙিন
তুমি তুমি করে মন আজ সারাদিন
সাথী রে, ও  আমার সাথী গো

এ মনে মনে গুঞ্জনে  স্বপ্ন রঙিন
তুমি তুমি করে মন আজ সারাদিন
সাথী রে, ও  আমার সাথী গো
সাথী রে, ও  আমার সাথী গো


Post a Comment

0 Comments