Bolo Na Go - Shiva Lyrics

Song: Bolo Na Go

Movie: Shiva (2002)

Music: Babul Bose



Bolo Na Go Lyrics



বলো না গো কে আগে কথা দিয়েছি
বলো না গো কে আগে ভালো বেসেছি

বলো না গো কে আগে কথা দিয়েছি
বলো না গো কে আগে ভালো বেসেছি

মনে মনে কবে শুরু এই কাহিনী
রাগ অনুরাগে কার ঘুম আসেনি

মনে মনে কবে শুরু এই কাহিনী
কার অনুরাগে কার ঘুম আসেনি

হো ও ও কে আগে কার ডাকে
দিয়েছিলো সারা
সেই ডাকে দুটি মন হলো দিশেহারা

হ্যা বলো না গো কে আগে কথা দিয়েছি
ও..  না গো কে আগে ভালো বেসেছি

যার নাম লেখা ছিল এই কপালে
দেবো তাকে এ মনের দুয়ার খুলে

যার নাম লেখা ছিল এই কপালে
দেবো তাকে এ মনের দুয়ার খুলে

কাছে এসো কে আগে কাকে বলেছিলো
কার ছবি কে আগে মনে এঁকেছিল

বলো না গো কে আগে কথা দিয়েছি
বলো না গো কে আগে ভালো বেসেছি

বলো না গো কে আগে কথা দিয়েছি
বলো না গো কে আগে ভালো বেসেছি


Post a Comment

0 Comments