Rakhbe Mone - Sabuj Saathi Lyrics

Song: Rakhbe Mone

Movie: Sabuj Saathi (2003)

Singer: Kumar Sanu, Alka Yagnik

Music Director: Ashok Bhadra


Rakhbe Mone Lyrics



রাখবে মনে এই পৃথিবী চিরদিন
তোমার আমার প্রেমের কথা
ভুলবে না কেউ কোনদিন

রাখবে মনে এই পৃথিবী চিরদিন
তোমার আমার প্রেমের কথা
ভুলবে না কেউ কোনদিন

সবুজ...

সাথী...

আ হা আ হা আ হা আ হা...

আমরা দুজন যেমন আছি
থাকব সবার হৃদয় জুড়ে
ভালোবাসার হাজার স্মৃতি
রেখে যাব মাটির অপরে

আমরা দুজন যেমন আছি
থাকব সবার হৃদয় জুড়ে
ভালোবাসার হাজার স্মৃতি
রেখে যাব মাটির অপরে

ভালোলাগার গানের মত
ভালোলাগার গানের মত
গাইবে সবাই এ নাম দুটি

সবুজ...

সাথী...

আ হা আ হা আ হা আ হা...

মাথার উপর আকাশ জুড়ে
আছে যতদিন সূর্য তারা
আসবো ফিরে বাসতে ভালো
তোমায় আমি পাগল পারা

মাথার উপর আকাশ জুড়ে
আছে যতদিন সূর্য তারা
আসবো ফিরে বাসতে ভালো
তোমায় আমি পাগল পারা

স্বপ্নে গড়া তাজমহলে
স্বপ্নে গড়া তাজমহলে
রয়বে আমাদের অমর গীতি

রাখবে মনে এই পৃথিবী চিরদিন
তোমার আমার প্রেমের কথা
ভুলবে না কেউ কোনদিন

সবুজ...

সাথী...

আ হা আ হা আ হা আ হা...

Post a Comment

0 Comments