Song: Ei Je Logone
Movie: Shiva (2002)
Music: Babul Bose
Ei Je Logone Lyrics
এতো সুখ আগে বুঝিনি
আগুন সারা অঙ্গে
ওগো দাওনা ছড়িয়ে
থাকো তুমি কাছে
দাওনা মন ভরিয়ে...
এই যে লগনে মধু মিলনে
এতো সুখ আগে বুঝিনি
তৃষ্ণা মনো তৃষ্ণা
আজ দাওনা ছড়িয়ে
থাকো তুমি কাছে
নাওনা মন ভরিয়ে...
এই যে লগনে মধু মিলনে
এতো সুখ আগে বুঝিনি
গুন গুন গুঞ্জনে প্রেমের উজনে
সুর ঝরালে এ গানে
গুন গুন গুঞ্জনে প্রেমের উজনে
সুর ঝরালে এ গানে
এই রাগিনী কোই আগে বাজেনি
ও.. এই রাগিনী কোই আগে বাজেনি
চলো না যাই সীমা ছাড়িয়ে
আগুন সারা অঙ্গে
ওগো দাওনা ছড়িয়ে
থাকো তুমি কাছে
দাওনা মন ভরিয়ে...
এই যে লগনে মধু মিলনে
এতো সুখ আগে বুঝিনি
এই নিরালা তে এই ইশারা তে
এই খুশি লাগে প্রাণে
ও.. এই নিরালা তে এই ইশারা তে
এই খুশি লাগে প্রাণে
এই শিহরণ এতো সুখের মরণ
ও.. এই শিহরণ এতো সুখের মরণ
দাও নতুন জীবন সাজিয়ে..
তৃষ্ণা মনো তৃষ্ণা
আজ দাওনা ছড়িয়ে
থাকো তুমি কাছে
নাওনা মন ভরিয়ে...
এই যে লগনে মধু মিলনে
এতো সুখ আগে বুঝিনি
আগুন সারা অঙ্গে
ওগো দাওনা ছড়িয়ে
থাকো তুমি কাছে
দাওনা মন ভরিয়ে...
এই যে লগনে মধু মিলনে
এতো সুখ আগে বুঝিনি
তৃষ্ণা মনো তৃষ্ণা
আজ দাওনা ছড়িয়ে
থাকো তুমি কাছে
নাওনা মন ভরিয়ে...
0 Comments