Olite Golite Jane Gelo Naam Lyrics | Guru | Mithun Chakraborty | Rachna Banerjee | Shaan | Sneha Panth

Song: Olite Golite Jane Galo Naam

Singers: Shaan & Sneha Panth 

Music: Babul Bose 

Lyrics: Gautam Sushmit


Olite Golite Jane Galo Naam Lyrics



প্রেম প্রেম প্রেম প্রেম প্রেম
প্রেম প্রেম প্রেম প্রেম প্রেম

অলিতে গলিতে জেনে গেলো নাম
তাতে কিছুটা তো হবেই বদনাম

অলিতে গলিতে জেনে গেলো নাম
তাতে কিছুটা তো হবেই বদনাম

আজ থেকেই তুমি আমি বদলে গেলাম
তুমি রাধা আমি শ্যাম
আমি রাধা তুমি শ্যাম

অলিতে গলিতে জেনে গেলো নাম
তাতে কিছুটা তো হবেই বদনাম

অলিতে গলিতে জেনে গেলো নাম
তাতে কিছুটা তো হবেই বদনাম

আজ থেকেই তুমি আমি বদলে গেলাম
আমি রাধা তুমি শ্যাম
তুমি রাধা আমি শ্যাম

সকাল থেকেই তোমার কথা মনে পরে
তোমার কাছে ছুটে আসি মন করে

সকাল থেকেই তোমার কথা মনে পরে
তোমার কাছে ছুটে আসি মন করে

এইতো দুজন বেশ আছি
তুমি আমি পাশা পাশি
এইতো তোমারি হলাম

অলিতে গলিতে জেনে গেলো নাম
তাতে কিছুটা তো হবেই বদনাম

অলিতে গলিতে জেনে গেলো নাম
তাতে কিছুটা তো হবেই বদনাম

চারিপাশে হাজার মুখের এই ভিড়ে
খুঁজে পেলাম মনের সাথী চিরতরে

চারিপাশে হাজার মুখের এই ভিড়ে
খুঁজে পেলাম মনের সাথী চিরতরে

ভালোই লাগে মেলামেশা
তোমার আমার ভালোবাসা
রয়ে যাবে কথা দিলাম

অলিতে গলিতে জেনে গেলো নাম
তাতে কিছুটা তো হবেই বদনাম

আজ থেকেই তুমি আমি বদলে গেলাম
তুমি রাধা আমি শ্যাম
আমি রাধা তুমি শ্যাম

প্রেম প্রেম প্রেম প্রেম প্রেম
প্রেম প্রেম প্রেম প্রেম প্রেম

অলিতে গলিতে জেনে গেলো নাম
তাতে কিছুটা তো হবেই বদনাম

আজ থেকেই তুমি আমি বদলে গেলাম
আমি রাধা তুমি শ্যাম


Post a Comment

0 Comments