Topor Mathae - Aashiqui Lyrics

Song: Topor Mathae

Film : Aashiqui

Singer : Nakash Aziz

Music Director : ‎Savvy

Lyrics : Savvy & Riddhi


Topor Mathae Lyrics



হেয় টোপর মাথায় দিয়ে
করবো তোকে বিয়ে

হেয় টোপর মাথায় দিয়ে
করবো তোকে বিয়ে
বেনারসি পরে চলে আয়

হায় পর মাথায় দিয়ে
করবো তোকে বিয়ে
বেনারসি পরে চলে আয়

সানাই মনে বাজলো বিয়ের
নিয়ে যাবো তোকে বৌ বানিয়ে

সানাই মনে বাজলো বিয়ের
নিয়ে যাবো তোকে বৌ বানিয়ে

হেয় আসবো ঘোরা চেপে
যাক জমক বিয়ের দেখে
অলি গলি চর্চা করবে
আমার এবং তোর

আসবো ঘোরা চেপে
যাক জমক বিয়ের দেখে
অলি গলি চর্চা করবে
আমার এবং তোর

আমি তোর দুলহে রাজা
বাজাবি তোরা বাজা
ফাটবে বাজি নাচা-নাচি
সারা রাত ভোর

টোপর মাথায় দিয়ে
হেয় টোপর মাথায় দিয়ে
করবো তোকে বিয়ে
পালকি চরে আয়রে চলে আয়

সানাই মনে বাজলো বিয়ের
নিয়ে যাবো তোকে বৌ বানিয়ে

সানাই মনে বাজলো বিয়ের
নিয়ে যাবো তোকে বৌ বানিয়ে

সন-ইন-ল আমার মতো
পাবে না শশুর মশাই
ব্রাদার-ইন-ল আমার মতো
পাবে না তোর ভাই

রাখবো তোকে সুখে
আগলে আমার এ বুকে
আমার মতো বর পেলে
বর আর কি তোদের চাই

টোপর মাথায় দিয়ে
হেয় টোপর মাথায় দিয়ে
করবো তোকে বিয়ে
শশুর বাড়ি আয়রে চলে আয়

সানাই মনে বাজলো বিয়ের
নিয়ে যাবো তোকে বৌ বানিয়ে

সানাই মনে বাজলো বিয়ের
নিয়ে যাবো তোকে বৌ বানিয়ে


Post a Comment

0 Comments