Song: Ei Aashiqui
Film : Aashiqui
Singer : Mohammed Irfan & Akriti Kakar
Music Director : Savvy
Lyrics : Prasen
Ei Aashiqui Lyrics
এই মন পড়েছে আমার বড় দোতানায়
প্রেম বয়ে আনলো হটাৎ দমকা হাওয়া
এই মন পড়েছে আমার বড় দোতানায়
প্রেম বয়ে আনলো হটাৎ দমকা হাওয়া
এই আশিকী, আশিকী করলো কি জাদু হায়
এই আশিকী, আশিকী করলো কি জাদু হায়
পুড়তে বসেছি, প্রেমে পুড়তে বসেছি
কখনো আগে হয়নি এমন আমার সাথে
বুঝতে চেয়েছি, তোকে খুঁজতে চেয়েছি
লিখা আছে সে সবই কারণ আমার হাতে
এই আশিকী, আশিকী করলো কি জাদু হায়
এই আশিকী, আশিকী করলো কি জাদু হায়
আজকে দুজনে, চল বলতে শিখে নি
চোখে চোখে চলার ভাষা কি করে হয়
আজকে জেনে নে, এই স্বপ্ন মেনে নে
তুই যদি না চাস তো এ সব আমার-ও নয়..
এই আশিকী, আশিকী করলো কি জাদু হায়
এই আশিকী, আশিকী করলো কি জাদু হায়
0 Comments