Song: Ja Hobe Dekha Jabe
Singers: Shaan and Mahalakshmi Iyer
Music: Lincon
Lyrics: Prasen
Ja Hobe Dekha Jabe Lyrics
যা হবে দেখা যাবে
ভেবে নেই লাভ
প্রেমে পরে গেলে আর
পেতে নেই ভয়
পালাতে দেবো না তোকে
না পেলে জবাব
কত আর রয়ে-সয়ে
কাটাবি সময়
এক জোটে হয়ে যা রাজি
এক ছুটে কাছেতে এসে
এক-বার ও দু-বার না ভেবে
আমাকে ভালোবেসে...
যা হবে দেখা যাবে
ভেবে নেই লাভ
প্রেমে পরে গেলে আর
পেতে নেই ভয়
পালাতে দেবো না তোকে
না পেলে জবাব
কত আর রয়ে-সয়ে
কাটাবি সময় ও ও..
হয় তো বা ভুল করি কয়েকবার
তাকিয়েছি তোর দিকে তাঁর বেশি কি
এখন যাওয়ার মতো রাস্তা দে তুই
রেখে দে তোর কাছে তোর আশিকী
থামছি না থামবো না আমি
এতো খানি হেটে এসে
আবদার ছাড়বো না আমি
এনেছি ভালোবেসে..
যা হবে দেখা যাবে
ভেবে নেই লাভ
প্রেমে পরে গেলে আর
পেতে নেই ভয়
পালাতে দেবো না তোকে
না পেলে জবাব
কত আর রয়ে-সয়ে
কাটাবি সময়
0 Comments