Kranti (2006) Bengali Title Song Lyrics

Kranti (2006) Bengali Title Song Lyrics


আগুন জ্বলেছে আকাশে 
যেন  আগুন নিয়ে কারা আসে 
ঝড়েতে ডানা মেলে দিয়ে আয়  
যেন  কাল  বৈশাখী কাল  বৈশাখী 

আগুন রাঙিয়ে আজ আলো 
ওই  আগুন পুড়িয়ে সব কালো
জানালা আজ খুলে দিয়ে আয় 
যেন কাল বৈশাখী কাল বৈশাখী 

এই  আগুন পথে আজ হাটবি আয়
চেয়ে চোখেরই জল 
রক্তে ভেজা রাত শেষ  হলো 
আসছে নতুন সকাল  
ক্রান্তি আসবেই ক্রান্তি 
আঁধার পেরিয়ে আলো পথে 
আসবেই ক্রান্তি 
ক্রান্তি আসবেই ক্রান্তি 
স্বপ্ন কে সত্যি করে আজ 
আসবেই ক্রান্তি

এই আগুন পথে আজ হাটবি আয়
চেয়ে চোখেরই জল 
রক্তে ভেজা রাত শেষ  হলো 
আসছে নতুন সকাল

ক্রান্তি আসবেই ক্রান্তি 
আঁধার পেরিয়ে আলো পথে 
আসবেই ক্রান্তি 
ক্রান্তি আসবেই ক্রান্তি 
স্বপ্ন কে সত্যি করে আজ 
আসবেই ক্রান্তি


Post a Comment

0 Comments