Jodi Ami Tomake - Bazi Lyrics

Song: Jodi Ami Tomake

Movie: Bazi (2005)

Singers: Udit Narayan, Shreya Ghoshal


Jodi Ami Tomake Lyrics


যদি আমি তোমাকে
হাত বাড়ালেই পাই
এই জীবনে আমার
আর চাওয়ার কিছু নাই

যদি আমি তোমাকে
হাত বাড়ালেই পাই
এই জীবনে আমার
আর চাওয়ার কিছু নাই

ভালোবাসি, ভালোবাসি
তাইতো তোমায়
আরো কাছে চাই

যদি আমি তোমাকে
হাত বাড়ালেই পাই
এই জীবনে আমার
আর চাওয়ার কিছু নাই

ভালোবাসি, ভালোবাসি
তাইতো তোমায়
আরো কাছে চাই

যদি আমি তোমাকে
হাত বাড়ালেই পাই
এই জীবনে আমার
আর চাওয়ার কিছু নাই

মনে মনে আগুনে
এই ভরা ফাগুনে
তুমি ছাড়া
দিন কাটে না
এতো কাছে তুমি যে
তবু আছো দূরে যে
তাই আজ মন মানে না

হো.. মনে মনে আগুনে
এই ভরা ফাগুনে
তুমি ছাড়া
দিন কাটে না
এতো কাছে তুমি যে
তবু আছো দূরে যে
তাই আজ মন মানে না

ভালোবাসি, ভালোবাসি
তাইতো তোমায়
আরো কাছে চাই

যদি আমি তোমাকে
হাত বাড়ালেই পাই
এই জীবনে আমার
আর চাওয়ার কিছু নাই

দুরু দুরু বুকেতে
এই চড়া সুখেতে
আজ কত ভালো লাগে
তোমার ওই পরশে
ভোরে যায় আবেশে
এতো সুখ পাইনি আগে

দুরু দুরু বুকেতে
এই চড়া সুখেতে
আজ কত ভালো লাগে
তোমার ওই পরশে
ভোরে যায় আবেশে
এতো সুখ পাইনি আগে

ভালোবাসি, ভালোবাসি
তাইতো তোমায়
আরো কাছে চাই

যদি আমি তোমাকে
হাত বাড়ালেই পাই
এই জীবনে আমার
আর চাওয়ার কিছু নাই

যদি আমি তোমাকে
হাত বাড়ালেই পাই
এই জীবনে আমার
আর চাওয়ার কিছু নাই

ভালোবাসি, ভালোবাসি
তাইতো তোমায়
আরো কাছে চাই


Post a Comment

0 Comments