Song : Keno Kichhu Kotha Bolo Na
Movie : Keno Kichhu Kotha Bolo Na
Artist : Shaan, Dipmala
Music Director : Jeet Ganguly
Lyricist : Goutam Susmit
Keno Kichhu Kotha Bolo Na Lyrics
কেন কিছু কথা বলো না
কেন কিছু কথা বলো না
কেন কিছু কথা বলো না
কেন কিছু কথা বলো না
বলো না, বলো না
বলো না, বলো না
এই মন কখনো যে কোথায়
রঙিন হয়ে যায়
কেউ তা জানে না
এই মন কাউকে যদি চায়
মনের খাতায়
সে নাম লিখে যায়
কেন কিছু কথা বলো না
কেন মনের কথা বোঝো না
কেন কিছু কথা বলো না
কেন মনের কথা বোঝো না
বলো না, বলো না
বলো না, বলো না
কাছে আশা মেলামেশা
কখন যে হয় ভালোবাসা
এক পলকে একটু দেখা
কেউ জানে না
কি যে হয়ে যায়
কেন কখনো মন মানে না
একা একা দিন কাটেনা
কেন কখনো মন মানে না
একা একা দিন কাটেনা
বলো না, বলো না
বলো না, বলো না
চোখে চোখে তোমায় দেখে
ভালোবাসা ছবি আঁকে
মনের চাওয়া কাছে পাওয়া
ফুল ফোটাতে বইছে হাওয়া
আজ তোমায় পেতে ছলনা
কেন করে মন বোঝোনা
আজ তোমায় পেতে ছলনা
কেন করে মন বোঝোনা
বলো না, বলো না
বলো না, বলো না
0 Comments