Meyeder Mon Bojha - Aashiqui Lyrics

Song - Meyeder Mon Bojha

Movie - Aashiqui - True Love

Singer - Savvy, Shalmali Kholgade

Composer - Savvy

Lyrics - Prosen


Meyeder Mon Bojha Lyrics



হা.. লেফট-এ যদি যেতে বলি যাবে ওরা রাইট
আমরা যদি সকাল বলি বলবে ওরা নাইট

হা.. লেফট-এ যদি যেতে বলি যাবে ওরা রাইট
আমরা যদি সকাল বলি বলবে ওরা নাইট

করলে শপিং সারাটাদিন
আর কিছু না চাই
লাইফ-এ এদের চাপ-টা কিসের
জানতে আমি চাই

মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা
মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা

মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা
মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা

তারিফ করো তাঁর সারাদিন
কি সুখ করে পায় বার্গেনিং

তারিফ করো তাঁর সারাদিন
কি সুখ করে পায় বার্গেনিং

একটু তে শুরু কান্না-কাটি
আর ঢং করায় তারা ফাটাফাটি
হোশ নিজেরই দোষ নিজেরই
মানতে জানে না

মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা
মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা

মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা
মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা

করলে শুরু শেষ হবে না
ছেলেদের গুনের কাহিনী
যখন জড়ো হয় এক সাথে
মনে হয় যে বানর বাহিনী

মুখে কথার ফুলঝুরি
কামের বেলায় কাঁচকলা
করবে ক্রিকেট-এ সেঞ্চুরি
বড় কঠিন আই লাভ ইউ তাঁর বলা

বড্ডো বোকা, বড্ডো খোকা
মানতে পারে না..

ছেলেদের মন বোঝা হে রে খুব সোজা
ছেলেদের মন বোঝা হে রে খুব সোজা

ছেলেদের মন বোঝা হে রে খুব সোজা
ছেলেদের মন বোঝা হে রে খুব সোজা

মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা
মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা


Post a Comment

0 Comments