Saiyaan - Romeo Vs Juliet Lyrics

Song - Saiyaan

Movie - Romeo Vs Juliet

Singer - Zubeen Garg & Akriti Kakar

Composer - Savvy

Lyricist - Prosen


Saiyaan Lyrics



সাইয়া... সাইয়া...

মেঘলা হলে দিন.. একলা পরে মন..
কাট-তে না চায় রাত.. করবি কি এখন..
চাইলে চলে যা যদি.. না থাকে উপায়..

সুতোয় বাধা জীবনে ছেড়ে
পালাবি কোথায়
সুতোয় বাধা জীবনে ছেড়ে
পালাবি কোথায়

আমাকে কেন হায়.. আনালে দো-টানায়
বানালি এমন বালি ঘর..
এ মনে কে থাকে.. পড়েছি বেপাকে
করি কি এসে গেলে ভয়..

সাইয়া... সাইয়া...

মনে পরে বার বার.. সময়-এর কার বার 
রাস্তারা ফেরবার..  হারিয়েছে আজ

চাওয়া দের শেষ নেই..
জানি তবু পারি কোই
চরে বসি বার বার স্বপ্ন জাহাজ
চাইলে চলে যা  যদি
না থাকে উপায়.. না থাকে উপায়

সুতোয় বাধা জীবনে ছেড়ে
পালাবি কোথায়
সুতোয় বাধা জীবনে ছেড়ে
পালাবি কোথায়

আমাকে কেন হায়.. আনালে দো-টানায়
বানালি এমন বালি ঘর..
এ মনে কে থাকে.. পড়েছি বেপাকে
করি কি এসে গেলে ভয়..
না না রে রে নানা রে...

কাটিয়েছি সাথে তোর..
কিছুদিন বড় জোর
ভুলে গেছি রাত ভোর
কখন কি হয়..

চাওয়া দের শেষ নেই..
বলে ভালোবাসবোই
যেখানেই থাকি যত
ফুরুক সময়

চাইলে চলে যা যদি
না থাকে উপায়
না থাকে উপায়

সুতোয় বাধা জীবনে ছেড়ে
পালাবি কোথায়
সুতোয় বাধা জীবনে ছেড়ে
পালাবি কোথায়

আমাকে কেন হায়.. আনালে দো-টানায়
বানালি এমন বালি ঘর..
এ মনে কে থাকে.. পড়েছি বেপাকে
করি কি এসে গেলে ভয়..

Post a Comment

0 Comments