Sohag Chand Badoni - Romeo Vs Juliet Lyrics

Song - Sohag Chand Badoni

Movie - Romeo Vs Juliet

Singer - Akassh

Composer - Akassh

Lyricist - Priyo Chattopadhyay


Sohag Chand Badoni Lyrics



ওহ সুন্দরী বলো আমি কি করি
আরে ওহ সুন্দরী বলো আমি কি করি
এই বৈরাগী মন পীড়িত কইরা
তাকডুমাডুম বাজায় ডুগডুগি
সোহাগ চাঁদ ওহ সোহাগ চাঁদ
বদনি ধোনি নাচতো দেখি
সোহাগ চাঁদ বদনি ধোনি নাচতো দেখি
বালা নাচতো দেখি, বালা নাচতো দেখি, বালা নাচতো দেখি
সোহাগ চাঁদ বদনি ধোনি নাচতো দেখি
সোহাগ চাঁদ বদনি ধোনি নাচতো দেখি

ধিতাং ধিতাং বলে
যেই তোমার কোমর দোলে
ওই আকাশ জুড়ে খুশির লাহোর
আনচান আনচান বুকে
আমি কেমনে থাকি সুখে
যেন কাচা বাসে বসেছে ভ্রমর

আরে ধিতাং ধিতাং বলে
যেই তোমার কোমর দোলে
ওই আকাশ জুড়ে খুশির লাহোর
আনচান আনচান বুকে
আমি কেমনে থাকি সুখে
যেন কাচা বাসে বসেছে ভ্রমর

এই বৈরাগী মন পীড়িত কইরা
এই বৈরাগী মন পীড়িত কইরা
তাকডুমাডুম বাজায় ডুগডুগি
সোহাগ চাঁদ ওহ সোহাগ চাঁদ
বদনি ধোনি নাচতো দেখি
সোহাগ চাঁদ বদনি ধোনি নাচতো দেখি
বালা নাচতো দেখি, বালা নাচতো দেখি, বালা নাচতো দেখি
সোহাগ চাঁদ বদনি ধোনি নাচতো দেখি
সোহাগ চাঁদ বদনি ধোনি নাচতো দেখি

রিমিক ঝিমিক চুরি
দেয় আমায় পাগল করি
মন জড়াইলো তোর শাড়ির জড়িতে
আনচান আনচান বুকে
আমি কেমনে থাকি সুখে
চায় প্রেম যমুনায় ডুবে মরিতে

রিমিক ঝিমিক চুরি
দেয় আমায় পাগল করি
মন জড়াইলো তোর শাড়ির জড়িতে
আনচান আনচান বুকে
আমি কেমনে থাকি সুখে
চায় প্রেম যমুনায় ডুবে মরিতে

এই বৈরাগী মন পীড়িত কইরা
এই বৈরাগী মন পীড়িত কইরা
তাকডুমাডুম বাজায় ডুগডুগি
সোহাগ চাঁদ বদনি ধোনি নাচতো দেখি
সোহাগ চাঁদ বদনি ধোনি নাচতো দেখি
বালা নাচতো দেখি, বালা নাচতো দেখি, বালা নাচতো দেখি
সোহাগ চাঁদ বদনি ধোনি নাচতো দেখি
সোহাগ চাঁদ বদনি ধোনি নাচতো দেখি
সোহাগ চাঁদ বদনি ধোনি নাচতো দেখি


Post a Comment

0 Comments